1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  3. [email protected] : অনলাইন : Renex অনলাইন
গাইবান্ধা জেনারেল হাসপাতাল: মারধরের প্রতিবাদে বহির্বিভাগে সেবা বন্ধ - Dainik Deshbani
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
আবার নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে: জি এম কাদের বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : শিক্ষা উপদেষ্টা টিউলিপকে ব্রিটিশ মন্ত্রিসভার দায়িত্ব থেকে বিরত রাখার চাপ বিরোধীদের ঢাবি শিক্ষার্থীদের বিনামূল্যে টেলিমেডিসিন সেবায় ছাত্রদল নেতার উদ্যোগ দিলীপ শংকরের মরদেহ উদ্ধার করা হয় হোটেল কক্ষ থেকে আওয়ামী লীগকে সরকার বা আদালত নিষিদ্ধ না করেলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই, প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-মাহমুদউল্লাহর তাণ্ডবে জয়ে শুরু চ্যাম্পিয়ন বরিশালের দ্রব্যমূল্য কন্ট্রল এ আনার চেষ্টা করা হচ্ছে: প্রধান উপদেষ্টা গোটা পরিবার শেষ হয়ে গেল বিশ্বাসই করতে পারছি না অস্ট্রেলিয়ার স্মরণীয় জয় ভারতের বিপক্ষে

গাইবান্ধা জেনারেল হাসপাতাল: মারধরের প্রতিবাদে বহির্বিভাগে সেবা বন্ধ

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

গাইবান্ধা জেনারেল হাসপাতালের বহির্বিভাগে আজ বুধবার সকাল থেকে চিকিৎসাসেবা পাননি রোগীরা। লাঞ্ছিত করার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন করেন। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়। তাঁর স্বজনেরা ভুল চিকিৎসার অভিযোগ এনে এক চিকিৎসককে লাঞ্ছিত ও দুই নার্সকে মারধর করেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মেহেদী ইকবাল বলেন, ‘চিকিৎসক ও নার্সদের সেবা কার্যক্রম চালু রাখার জন্য অনুরোধ করেছিলাম। তারপরও তাঁরা বহির্বিভাগে চিকিৎসাসেবা বন্ধ রেখেছেন। তবে অন্তর্বিভাগে স্বাভাবিক কার্যক্রম চলছে।’

মেহেদী ইকবাল আরও বলেন, ‘যদি ভুল চিকিৎসায় কোনো রোগীর মৃত্যু হয়, তাহলে রোগীর আত্মীয়স্বজন আমার কাছে অভিযোগ দিতে পারতেন। আইনের আশ্রয় নিতে পারতেন। কিন্তু তাঁরা চিকিৎসক ও নার্সের ওপর হামলা চালান এবং লাঞ্ছিত করেন। এটা বেআইনি। আমরা থানায় অভিযোগ করেছি।’

কর্মবিরতির কারণে চিকিৎসা নিতে এসে রোগীরা বাধ্য হয়ে ফিরে যান। সকালে ছেলেকে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন গাইবান্ধা শহরের পলাশপাড়া এলাকার নজরুল ইসলাম। তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টায় ছোট ছেলেকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ ছিল।’

এ সম্পর্কে আজ বেলা পৌনে চারটার দিকে সিভিল সার্জন আ ম আখতারুজ্জামান বলেন, চিকিৎসক ও নার্সদের মারধর ও লাঞ্ছিত করার বিষয়টি দুঃখজনক। চিকিৎসক ও নার্সদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হবে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব