হবিগঞ্জের বাহুবলে খেলার সময় এক শিশুর ধাক্কায় ইয়ামিন হোসেন নামে দেড় বছরের আরেক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়ামিন হোসেন কচুয়া গ্রামের লোকমান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার বেলা ১১টার দিকে শিশু ইয়ামিনসহ কয়েকজন শিশু একসঙ্গে খেলা করছিল। এ সময় আরেক শিশু ইয়ামিনকে ধাক্কা দিলে ইটের মধ্যে পড়ে মাথায় আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক দুলন দেব।