মানিকগঞ্জের সিংগাইরে যৌতুক দাবির পর মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মুক্তা আক্তার ওই এলাকার আব্দুল্লাহর স্ত্রী। তিনি পার্শ্ববর্তী জয়মণ্ডপ ইউনিয়নের চর নয়াডাঙ্গী গ্রামের আব্দুস সামাদের মেয়ে।
মুক্তার বড়ভাই মিলন বলেন, আড়াই বছর আগে মুক্তার সঙ্গে আব্দুল্লাহর বিয়ে হয়। বিয়ের পর স্বামী বেকার থাকায় পরিবারের লোকজন ব্যবসা করার জন্য যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে স্বামী-স্ত্রী ও পরিবারের সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া হতো।
হঠাৎ মুক্তার শ্বশুরবাড়ি থেকে শুক্রবার সকালে খবর আসে মুক্তা বাথরুমের শাওয়ারের সঙ্গে ফাঁস নিয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। আমরা হাসপাতালে গিয়ে তার লাশ দেখতে পাই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা নবী বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্য হয়েছে। শরীরে কোনো ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি।
সিংগাইর থানার এসআই মো. তরিকুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না।