ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাগলে গাছ খাওয়া নিয়ে সংঘর্ষে আবেদ আলী (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আবেদ আলী উপজেলার সরিষা ইউনিয়নের গুইলাকান্দা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার আবেদ আলীর ছেলে দুলাল মিয়ার ছাগলে পাশের বাড়ির শহিদ মিয়ার নার্সারিতে ঢুকে কাঁঠালগাছের ছড়া খেয়ে ফেলে। এ নিয়ে উভয়ের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। পরদিন বুধবার ভোরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আবেদ আলী ও দুলাল মিয়া আহত হন।
তাদের চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আবেদ আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বৃহস্পতিবার ভোরে আবেদ আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, এ ঘটনায় নিহতের পুত্রবধূ আয়শা বেগম বাদী হয়ে বুধবার রাতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।