বরিশাল সদর উপজেলার খাল থেকে ভ্যানচালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ১০টায় উপজেলার শোলনা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম শিব সোম। তিনি অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
বন্দর থানার ওসি এসএম জাহিদ-বিন-আলম জানান, ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি সপ্তাহখানেক আগে দুর্ঘটনায় খালে পড়ে মারা যেতে পারেন। ওই খালে কচুরিপানা থাকায় ওই ব্যক্তিকে কেউ দেখতে পায়নি।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তির মৃতদেহ ও একটি অটোভ্যান উদ্ধার করা হয়েছে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি জানান, শিবু সোম মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাত ১০টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।