ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা মাহাবুব আলমকে হত্যাচেষ্টা মামলায় আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।
ব্রাহ্মণবাড়িয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ বুধবার দুপুরে এ রায় ঘোষণা করেন।
রায়ে আশুগঞ্জ উপজেলার খাড়াসার গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে রুস্তম আলী ও এলাই মিয়ার ছেলে জাকির হোসেন ইকবালকে চার বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
কাদির মিয়ার ছেলে সালাউদ্দিন অনিককে দুবছর কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন আদালত।
এছাড়া কাঞ্চন মিয়ার আরেক ছেলে জহির মিয়া, হাসান মিয়া, সোহেল মিয়া, মৃত কিতাব আলীর ছেলে কাইয়ুম ও ধন মিয়ার ছেলে রুমান মিয়াকে এক বছর করে কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় পলাতক জাকির হোসেন ইকবাল ছাড়া সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৭ জানুয়ারি আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মাহাবুব আলমের ওপর হামলা করে গুরুতর আহত করে। পরে তাকে তাকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
বাদী পক্ষের আইনজীবী শরীফ হোসেন বলেন, আমরা এ রায়ে সন্তোষ প্রকাশ করছি।