1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  3. [email protected] : অনলাইন : Renex অনলাইন
৬ দিন ধরে রাস্তায় পড়ে আছে কোরবানির পশুর চামড়া - Dainik Deshbani
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ খবর
আবার নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে: জি এম কাদের বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : শিক্ষা উপদেষ্টা টিউলিপকে ব্রিটিশ মন্ত্রিসভার দায়িত্ব থেকে বিরত রাখার চাপ বিরোধীদের ঢাবি শিক্ষার্থীদের বিনামূল্যে টেলিমেডিসিন সেবায় ছাত্রদল নেতার উদ্যোগ দিলীপ শংকরের মরদেহ উদ্ধার করা হয় হোটেল কক্ষ থেকে আওয়ামী লীগকে সরকার বা আদালত নিষিদ্ধ না করেলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই, প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-মাহমুদউল্লাহর তাণ্ডবে জয়ে শুরু চ্যাম্পিয়ন বরিশালের দ্রব্যমূল্য কন্ট্রল এ আনার চেষ্টা করা হচ্ছে: প্রধান উপদেষ্টা গোটা পরিবার শেষ হয়ে গেল বিশ্বাসই করতে পারছি না অস্ট্রেলিয়ার স্মরণীয় জয় ভারতের বিপক্ষে

৬ দিন ধরে রাস্তায় পড়ে আছে কোরবানির পশুর চামড়া

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ২৬ জুলাই, ২০২১

কোরবানির পশুর চামড়ার বাজার ব্যবস্থা ও দাম নিয়ে হতাশ হয়ে পড়েছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার চামড়া ব্যবসায়ীরা। এতে ব্যবসায়ীদের বাড়ির সামনে রাস্তায় যত্রতত্র চামড়া পড়ে রয়েছে। স্বল্পমূল্যে চামড়া ক্রয় করলেও সেই টাকা উঠাতে পারবেন কিনা এ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। পাশাপাশি কম দামে চামড়া বিক্রি হাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন এলাকার দরিদ্র ও অসহায় মানুষ।

জানা যায়, উপজেলার ১১৫ টি গ্রামে সহস্রাধিক গরু ও এর কয়েকগুণ ছাগল এবছর কুরবানী দেয়া হয়। এসব পশুর চামড়া স্থানীয় অর্ধ শতাধিক মৌসুমী ব্যবসায়ী কিনে উপজেলার স্থায়ী ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। কিন্তু এ বছর সরকার বেঁধে দেওয়া নির্ধারিত মূল্যে চামড়া বিক্রি করতে পারেনি বলে অভিযোগ সাধারণ মানুষের। তবে কম মূল্যে চামড়া কিনেও লোকসানের আশঙ্কায় দিন কাটছে ব্যবসায়ীদের। এতে ক্রয় কৃত চামড়া ব্যবসায়ীরা রাস্তার পাশে যত্রতত্র জমা করে রেখেছেন। এর দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ।

এদিকে কম মূল্যে চামড়া বিক্রি হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার দুস্থ ও অসহায় মানুষ। কয়েকবছর আগে যে চামড়া বিক্রি হতো ২ হাজার টাকা। সেই চামড়া এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকায়। এতে দুঃস্থরা তাদের প্রাপ্য চামড়া বিক্রির টাকা থেকে বঞ্চিত হচ্ছেন।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ভাঙ্গুড়া বাজারের চামড়া ব্যবসায়ী হিমুন, শুটকা ও পরেশ সহ অন্যান্য ব্যবসায়ীরা মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কিনে বাড়ির সামনে জড়ো করেছেন। এসব চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজ করলেও তা চলছে খুব ধীরগতিতে। এতে চামড়ার দুর্গন্ধে এলাকার মানুষের বসবাস করা সহ পথচারীদের চলাচল কষ্টসাধ্য হয়ে পড়েছে। ব্যবসায়ী হিমুনের বাড়ির সামনে প্রধান সড়কে প্রায় ২০০ গরুর চামড়া পলিথিন দিয়ে ঢেকে রাখতে দেখা যায়। অন্য ব্যবসায়ীরা এলাকাবাসীর চাপে চামড়া সড়ক থেকে সরিয়ে বাড়িতে নিয়ে প্রক্রিয়াজাত করছেন। তবে চামড়া বিক্রি করে লাভের মুখ দেখবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে সকল ব্যবসায়ীরা।

হাসপাতাল পাড়ার বাসিন্দা শাকিব আহমেদ বলেন, কয়েকদিন ধরে রাস্তায় পড়ে আছে চামড়া। এতে বৃষ্টিতে পানি জমা হয়ে দুর্গন্ধ বের হচ্ছে। সরিয়ে নিতে বললেও ওই ব্যবসায়ী চামড়া সরাচ্ছে না। সবার কাছে অনুরোধ করে সে সময় চাচ্ছে।

চামড়া ব্যবসায়ী হিমুন বলেন, বাজারের অবস্থা ভালো না। যে দামে চামড়া কিনেছি সে টাকা উঠবে কিনা চিন্তায় আছি। এ কারণে চামড়া প্রক্রিয়া করে বাজারজাত করার জন্য অতিরিক্ত লোক নিয়ে বাড়তি ব্যয় না করে নিজেই কাজ করছি। তাই চামড়া প্রক্রিয়া করতে সময় লাগায় রাস্তায় পড়ে রয়েছে। তবে দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করব।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব