1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
সুপার কাপ ফাইনালে মরুর বুকে এল-ক্লাসিকো - Dainik Deshbani
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

সুপার কাপ ফাইনালে মরুর বুকে এল-ক্লাসিকো

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

রেকর্ড গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হতে চলেছে তারা, যেখানে জয় পেলে শিরোপার সংখ্যা দাঁড়াবে ১৪-তে—যা হবে সুপার কাপে বার্সার সমান।

বৃহস্পতিবার সৌদিতে অনুষ্ঠিত সেমিফাইনালে দ্বিতীয়ার্ধে জুড বেলিংহাম ও রদ্রিগোর দুর্দান্ত গোলের সুবাদে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ৬৩তম মিনিটে বেলিংহামের নিচু শট জালে প্রবেশ করলে প্রথম লিড নেয় রিয়াল। অতিরিক্ত সময়ে মায়োর্কার ডিফেন্ডার মার্টিন ভালিয়েন্ট আত্মঘাতী গোল করলে ব্যবধান দ্বিগুণ হয়। এরপর রদ্রিগোর ক্লোজ-রেঞ্জ শটে জয় নিশ্চিত করে মাদ্রিদ শিবির।

আগামী রোববার (১২ জানুয়ারি) ফাইনালে বার্সেলোনার বিপক্ষে লড়বে রিয়াল। বুধবার আরেক সেমিফাইনালে অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে কাতালানরা, যেখানে গাভি ও লামিন ইয়ামাল গোল করেছেন।

টানা তৃতীয়বার সুপার কাপের ফাইনালে দেখা হবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। গত আসরে কার্লো আনচেলত্তির দল চ্যাম্পিয়ন হয়েছিল, আর বার্সা সর্বশেষ ট্রফি জিতেছিল ২০২৩ সালে।

সেমিফাইনালের প্রথমার্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে মায়োর্কা। লুকাস ভাসকেজ ও বেলিংহামের শুরুর প্রচেষ্টা প্রতিহত করেন গোলকিপার ডোমিনিক গ্রেইফ। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত দলীয় সংমিশ্রণে ৬৩তম মিনিটে গোল করেন বেলিংহাম।

এরপর রদ্রিগোর হেড পোস্টে লেগে ফিরে এলে কিলিয়ান এমবাপ্পে রিবাউন্ড থেকে শট নেন, কিন্তু গ্রেইফ অসাধারণভাবে তা রুখে দেন। অতিরিক্ত সময়ে ব্রাহিম দিয়াজের শট প্রতিহত করতে গিয়ে নিজেদের জালে বল জড়ান ভালিয়েন্ট।

এর ঠিক তিন মিনিট পর ভাসকেজের দারুণ ক্রস থেকে জন্মদিন স্মরণীয় করে রাখেন রদ্রিগো, স্কোরলাইন করেন ৩-০।

২০২০ সাল থেকে স্প্যানিশ সুপার কাপ চার দলের ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে, যেখানে লা লিগা ও কোপা দেল রের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলগুলো অংশ নেয়। এবারও শিরোপার জন্য মাদ্রিদ-বার্সার মহারণ দেখতে উন্মুখ ফুটবলপ্রেমীরা।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব