সরকারি চাকরি (প্রার্থীর প্রাক-পরিচয় যাচাই) বিধিমালা ২০২৫ চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। এ বিধি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে। বিসিএসসহ সব সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এ বিধি প্রয়োজ্য।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, নন-ক্যাডার বিধিমালা-২০২৩ সংশোধনের জন্য কমিশনের ২য় বিশেষ সভায় আলোচনা চলমান রয়েছে।
এ ছাড়া রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা পদ্ধতি, পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় নিয়ে কমিশনের ২য় বিশেষ সভায় আলোচনা চলমান রয়েছে।