ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারো সরকার গঠনের পথে ব্যর্থ হবেন বলে বলছে বুথফেরত জরিপ। মঙ্গলবার দেশটিতে চার বছরের মধ্যে দ্বিতীয়বার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিবিসি বলছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার জোট সঙ্গীরা মিলে মোট ১২০ আসনের মধ্যে ৫২ থেকে ৫৩টি আসন পেতে পারেন। কিন্তু নেতানিয়াহুকে তার প্রধানমন্ত্রীর পদ টিকিয়ে রাখতে হলে কমপক্ষে ৬০ টি আসন পেতে হবে।
এর অর্থ এই যে জাতীয়তাবাদী দল ইয়ামিনার সমর্থন দিলেও নেতানিয়াহুর সংখ্যাগরিষ্ঠতা অর্জন নিশ্চিত না। কারণ এই দলটির সাতটি আসনে জয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে। ইয়ামিনা পার্টির প্রধান নেতা নাফতালি বেনেট বলেছেন, ‘ইসরায়েলের জন্য যা ভালো হয় আমি তাই করব। আমরা পরের পদক্ষেপের জন্য চূড়ান্ত ফলাফল পর্যন্ত অপেক্ষা করব।’
এদিকে করোনা পরিস্থিতির কারণে বুধবার বিকালের আগে সব ভোটগণনা করা সম্ভব হবে না বলে জানিয়েছে ইসরায়েলের নির্বাচন কমিটি।