1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রাশিয়ার হয়ে লড়তে আরও সহস্রাধিক সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া - Dainik Deshbani
শনিবার, ০১ মার্চ ২০২৫, ০২:০৮ অপরাহ্ন

রাশিয়ার হয়ে লড়তে আরও সহস্রাধিক সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া

Maharaj Hossain
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে উত্তর কোরিয়া চলতি বছর সহস্রাধিক অতিরিক্ত সেনা পাঠিয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ দাবি করেছে। সিউল-ভিত্তিক ইয়োনহাপ নিউজের বরাতে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, উত্তর কোরিয়া রাশিয়াকে সমর্থন অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে রাশিয়ায় ১,০০০ এরও বেশি সামরিক কর্মী পাঠিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ইয়োনহাপ নাম প্রকাশে অনিচ্ছুক একজন সামরিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এটা বোঝা যাচ্ছে যে উত্তর কোরিয়া রাশিয়ায় আরও অতিরিক্ত সেনা পাঠানোর প্রস্তুতিও নিচ্ছে।

অন্য একজন কর্মকর্তার মতে, সেনাদের বর্তমান অবস্থান অজানা। কারণ উত্তর কোরিয়ার উত্তর-পূর্ব বন্দর চোংজিন এবং নিকটবর্তী নাজিন এলাকা ছেড়ে যাওয়ার পরে দক্ষিণ সেনাবাহিনী তাদের গতিবিধি আর ট্র্যাক করতে পারে না

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা পূর্বে দুটি সীমান্ত এলাকাকে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় সরবরাহ এবং সেনা পাঠানোর স্থান হিসেবে উল্লেখ করেছেন।

সিউলের মতে, পিয়ংইয়ং অক্টোবর থেকে রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ফ্রন্টলাইন অঞ্চল কুরস্কে প্রায় ১১,০০০ সৈন্য মোতায়েন করেছে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধে প্রায় ৪,০০০ সৈন্য হতাহত হয়েছে বলে জানা গেছে। তাদের দাবি, ড্রোন ও আধুনিক যুদ্ধ সরঞ্জামে অভ্যস্ত না হওয়ায় যুদ্ধক্ষেত্রে সহজেই উত্তর কোরিয়ার সেনারা নাস্তানাবুদ হচ্ছে।

এবারও রাশিয়ায় পাঠানো অতিরিক্ত সৈন্যদের কুরস্কে মোতায়েন করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

তবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সর্বশেষ সেনা প্রেরণের বিষয়টি নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, মন্ত্রণালয় উত্তর কোরিয়ার সামরিক কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পরে বিস্তারিত জানানো হবে।

গত বছরের শেষ দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার কুরস্ক অঞ্চলে তিন হাজারের বেশি উত্তর কোরিয়ার সৈন্য নিহত ও আহত হয়েছে। পিয়ংইয়ং মস্কোর সেনাবাহিনীর জন্য আরও সেনা ও সরঞ্জাম পাঠাতে পারে। তিনি বলেন, ‘উত্তর কোরিয়ার রাশিয়ান সেনাবাহিনীতে অতিরিক্ত সৈন্য এবং সামরিক সরঞ্জাম পাঠানোর আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমাদের এই বিষয়ে কার্যকর প্রতিক্রিয়া দেখাতে হবে।’ জেলেনস্কির আশঙ্কার মধ্যেই রাশিয়ায় উত্তর কোরিয়ার সেনা প্রেরণের খবর এলো।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব