1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রাজধানীতে বাসার সামনেই যুবককে কুপিয়ে হত্যা - Dainik Deshbani
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন

রাজধানীতে বাসার সামনেই যুবককে কুপিয়ে হত্যা

Maharaj Hossain
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

নিহত যুবক যাত্রাবাড়ীর বিবির বাগিচা ছাপরা মসজিদ এলাকার বাসিন্দা। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানার উত্তর নারায়ণ পাশা গ্রামে।

নিহতের স্ত্রী কুলসুম জানান, আমার স্বামী রাতে বাসার সামনে দাঁড়িয়েছিল। এ সময় এলাকার সন্ত্রাসী উজ্জলসহ বেশ কয়েকজন পূর্ব শত্রুতার জেরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান- আমার স্বামী আর বেঁচে নেই।

তিনি আরও জানান, আমার স্বামী পেশায় একজন গাড়িচালক। তবে তার সঙ্গে কী নিয়ে তাদের শত্রুতা ছিল সে বিষয়টি জানা নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, যাত্রাবাড়ী থেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব