1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
মহারাজপুরে প্রতিবাদ-পথসভা, তৃণমূল কংগ্রেস।। - Dainik Deshbani
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

মহারাজপুরে প্রতিবাদ-পথসভা, তৃণমূল কংগ্রেস।।

নিজস্ব সংবাদদাতা
  • সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
কেশপুর দুই নম্বর ব্লকে, মহারাজপুর অঞ্চলে প্রতিবাদ সভা । সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়, দৈনিক দেশবানী, কলকাতা
কেশপুর দুই নম্বর ব্লকে, মহারাজপুর অঞ্চলে প্রতিবাদ সভা । সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়, দৈনিক দেশবানী, কলকাতা

৮ইডিসেম্বর সোমবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে, ১০০ দিনের কাজের টাকার দাবিতে, ঘাটাল সাংগঠনিক জেলার অন্তর্গত, কেশপুর ব্লকের দু নম্বর অঞ্চলে মহারাজপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

দুই নম্বর অঞ্চলের দামোদর পুর বাজার থেকে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়, পদযাত্রার পর মহারাজপুরের ভীমতলায় একটু পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ হুদাইত, ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গোড়াই সহ ব্লক ও অঞ্চলের নেত্রীরা।

প্রতিবাদ সভায় উপস্থিত হয়ে জেলা সভাপতি আশীষ হুদাইত জানান ,কেন্দ্রীয় সরকার যেভাবে দিনের পর দিন রান্নার গ্যাসের দাম বৃদ্ধি করেছে, তাতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে ,সেই সঙ্গে রাজ্য সরকারের ৬৪ টি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষেরা পাচ্ছে না। কেন্দ্র সরকার সমস্ত আটকে রেখেছেন বলে উল্লেখ করেন ।

এছাড়াও তিনি সাংবাদিকদের বলেন, দিলীপবাবু একটি বড় জোকার, ওনার ছবি তুলে বাড়িতে রাখুন, আগামী দিনে যদি প্রতিযোগীতা হয়, তাতে মেদিনীপুর জেলার সেরা জোকার হিসেবে নির্বাচিত হবে ।

মহারাজপুর অঞ্চলে প্রতিবাদ সভার মিছিল।সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়,
দৈনিক দেশবানী, 
কলকাতা

মহারাজপুর অঞ্চলে প্রতিবাদ সভার মিছিল।
সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়,
দৈনিক দেশবানী,
কলকাতা

সেইসঙ্গে ২০২৪ এর বিপুল সংখ্যক মানুষের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন বলে তিনি জানান।

তিনি বলেন সাধারণ মানুষ কাজের মানুষকে চায়। যিনি সব সময় তাদের পাশে থাকেন এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাদেরকে এগিয়ে চলার পথ দেখাচ্ছেন। তাই আমাদের দৃঢ় বিশ্বাস , মাননীয় মুখ্যমন্ত্রী বিপুল ভোটে জয়ী হবেন। এলাকার মানুষ বিপুল ভোটে জয়ী করবে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব