1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বাইডেন প্রশাসনকে নিয়ে রুহানির নতুন অভিযোগ - Dainik Deshbani
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৬:০০ অপরাহ্ন

বাইডেন প্রশাসনকে নিয়ে রুহানির নতুন অভিযোগ

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ৩১ মার্চ, ২০২১

ইরানের কাছে ভ্যাকসিন পৌঁছাতে যুক্তরাষ্ট্রের নতুন সরকারও বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

বুধবার মন্ত্রী পরিষদের নিয়মিত বৈঠকে তিনি এ অভিযোগ করেন। খবর ইরনার।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে উদ্দেশ করে রুহানি বলেন, আপনারা আগের সরকারের মতোই সন্ত্রাসী তৎপরতা অব্যাহত রেখেছেন। আমাদের অর্থ আটকে রেখেছেন। আমাদের ব্যবসা-বাণিজ্যের পথে বাধা সৃষ্টি করছেন এমনকি আপনারা আমাদের কাছে ভ্যাকসিন পর্যন্ত পৌঁছাতে দিচ্ছেন না।

এ সময় ইরানের ওপর অব্যাহত মার্কিন নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেন ইরানি প্রেসিডেন্ট।

রুহানি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারে আন্তরিক হয় তাহলে একদিনেই সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সম্ভব। আর তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে সেদিনই ইরানও তার প্রতিশ্রুতি পালন শুরু করবে।

এদিন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেন তিনি।

ট্রাম্প প্রশাসনের ঘৃণ্য আচরণ প্রসঙ্গে রুহানি বলেন, ট্রাম্প সরকার খাদ্য ও ওষুধের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য সরকার হচ্ছে ট্রাম্পের সরকার। ইরানি জাতি, ফিলিস্তিনি জাতি এমনকি মার্কিনীদের জন্যও ট্রাম্পের সরকার ছিল সবচেয়ে খারাপ সরকার।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব