1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা - Dainik Deshbani
শনিবার, ০১ মার্চ ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ খবর
নেপালে নিয়ে জিম্মি করে ৪৫ লাখ টাকা আদায়ের অভিযোগ সাবেক শিবির নেতার বিরুদ্ধে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলন নেতার ১ লাখ টাকা চাঁদা দাবির ভিডিও ভাইরাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের পরাজয়ে বদলে যাবে বাংলাদেশের ভাগ্য! পুলিশকে পিটিয়ে ওয়াকিটকি-মানিবাগ-মোবাইল ছিনতাই মার্চ মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ প্রশাসনের রোগ হলো দলীয় নেতাকর্মীদের তেল দেওয়া : স্বরাষ্ট্র উপদেষ্টা কুম্ভের জলে ডুব, ক্যাটরিনাকে ঘিরে ধরল অর্ধনগ্ন পুরুষের দল ভারতীয় নাগরিকরা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবি বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা জেলেনস্কিকে দেউলিয়া করার নীলনকশা ট্রাম্প-পুতিনের

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Maharaj Hossain
  • শনিবার, ১ মার্চ, ২০২৫

বগুড়ায় গভীর রাতে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন আনোয়ারা বেগম (৫৮) ও তাঁর মেয়ে ছকিনা বেগম (৩৫)। নিহত ছকিনার দ্বিতীয় স্বামী রুবেল মিয়া তাঁদের হত্যা করেছেন বলে জানিয়েছেন নিহতদের স্বজনেরা।

বগুড়া শহরের নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।

নিহত ছকিনা বেগমের মামাতো ভাই রবিউল ইসলাম বলেন, প্রথম স্বামীর সঙ্গে তালাক হওয়ার পর ছয় বছর আগে হাসনাপাড়া গ্রামের রুবেল মিয়ার সঙ্গে ছকিনার বিয়ে হয়।

এরপর ছকিনা তাঁর প্রথম পক্ষের সন্তান সাব্বিরকে নিয়ে বগুড়া শহরের আকাশতারা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

রুবেল মাদকাসক্ত এবং চুরির সঙ্গে জড়িত থাকায় ছকিনা তাঁকেও তালাক দেন। এরপর ছকিনা তাঁর মা আনোয়ারা বেগমকে গ্রাম থেকে নিয়ে এসে আলাদা বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। এক বছর আগে রুবেলের অনুরোধে ছকিনা আবারও তাঁর সংসারে ফিরে যান। কিন্তু রুবেল তাঁর স্বভাব পরিবর্তন না করায় ছয় মাস আগে আবারও দুজনের বিচ্ছেদ হয়।

রবিউল ইসলাম আরও বলেন, মা-মেয়ে সাবগ্রাম দক্ষিণপাড়ায় ২ শতাংশ জায়গা কিনে সেখানে টিনের ঘর তৈরি করে বসবাস করছিলেন। এক মাস আগে ছকিনা তাঁর প্রথম স্বামী বাদশা মিয়াকে বিয়ে করেন।

বাদশা মিয়া তাঁর গ্রামের বাড়ি সারিয়াকান্দি উপজেলার হাসনাপাড়া গ্রামে বসবাস করেন। রুবেল এ খবর জানতে পেরে ছকিনার ওপর ক্ষুব্ধ হন।

ছকিনার ছেলে সাব্বির আহম্মেদ বলেন, গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রুবেল বাড়িতে এসে তাঁর মাকে ঘুম থেকে ডেকে তোলেন। তাঁকে ছেড়ে দিয়ে প্রথম স্বামীকে বিয়ে করায় তাঁদের মধ্যে তর্কবিতর্কের একপর্যায়ে সঙ্গে নিয়ে আসা রামদা দিয়ে কোপানো শুরু করেন।

এ সময় তাঁর নানি আনোয়ারা বেগম এগিয়ে গেলে তাঁকেও কুপিয়ে রুবেল পালিয়ে যান। দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে তাঁর মা মারা যান। আজ শনিবার বেলা ১১টার দিকে তাঁর নানিরও মৃত্যু হয়।

নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় বাড়ির পাশের বাঁশঝাড় থেকে রক্তমাখা রামদা উদ্ধার করা হয়েছে। রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মা-মেয়ের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব