1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
ফ্ল্যাট থেকে মিলল অভিনেতার মরদেহ - Dainik Deshbani
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ খবর

ফ্ল্যাট থেকে মিলল অভিনেতার মরদেহ

Maharaj Hossain
  • মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে মৃত্যু হলো জনপ্রিয় টেলি অভিনেতা যোগেশ মহাজনের। ভারতীয় গণমাধ্যম অনুসারে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। রবিবার (১৯ জানুয়ারি) রাতে মৃত্যু হয়েছে তার।

মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৪৪ বছর। বছরটা একদমই ভালো যাচ্ছে না ভারতীয় শোবিজ ইন্ডাস্ট্রির। শুরু থেকেই শোকের খবর আসছে। গত ১ জানুয়ারি মৃত্যু হয় টালিউড পরিচালক অরুণ রায়ের।

সপ্তাহ দুই পর মারা যান সুদীপ পাণ্ডে। এর কয়দিন পর গত ১৭ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান টেলিভিশন অভিনেতা আমন জয়সওয়াল। এবার অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হিন্দি ও মারাঠি টেলি ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা যোগেশ মহাজন।

সংবাদমাধ্যমের খবর, গত ১৮ জানুয়ারি একটি সিরিয়ালের শুটিং করছিলেন যোগেশ।

সেখানে কিছুটা অসুস্থ বোধ করায় শুটিং ফ্লোরের কমপ্লেক্সেই ফ্ল্যাটে চলে যান। পরদিন রবিবারও শুটিং করার কথা ছিল তার। কিন্তু নির্ধারিত সময়ে শুটিং ফ্লোরে না যাওয়ায় তার খোঁজ নেয়া শুরু হয়। এ সময় ফ্ল্যাটে গিয়ে দেখা যায় ফ্লোরে জ্ঞানহীন অবস্থায় পড়ে আছেন অভিনেতা যোগেশ। পরে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

মারাঠি থিয়েটার থেকে অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন যোগেশ। প্রথমে মারাঠি টিভি সিরিয়াল এবং পরে হিন্দি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন। ‘শিব শক্তি তপ ত্যাগ তাণ্ডব’ সিরিয়ালে অভিনয় করে দর্শকহৃদয়ে আলাদা জায়গা করে নেন।

এছাড়া ‘আদালত’, ‘জয় শ্রীকৃষ্ণ’, ‘দেব কি দেব মহাদেব’, ‘সম্রাট অশোক’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করে তারকা খ্যাতি লাভ করেছিলেন যোগেশ মহাজন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব