1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
প্রবাসী কল্যাণ ভবনের সামনে আন্দোলনকারীদের অবস্থান - Dainik Deshbani
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

প্রবাসী কল্যাণ ভবনের সামনে আন্দোলনকারীদের অবস্থান

Maharaj Hossain
  • বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

রাজধানীর কারওয়ান বাজারের পর এবার রমনায় প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়ক অবরোধ করেছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা।

বুধবার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে প্রবাসী কল্যাণ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

এর আগে, রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। এতে কারওয়ান বাজার থেকে পান্থপথ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরে সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। ওই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের হাতাহাতির ঘটনা ঘটে।

তাদের অভিযোগ, প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করলেও প্রায় ১৮ হাজার কর্মী ফ্লাইট সংকটের কারণে গত বছরের ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় যেতে পারেননি। মালয়েশিয়া কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ায় এখন তাদের কাজে যোগদানের নিশ্চয়তা মেলেনি।

অবরোধকারীদের একজন জানান, ৫ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারেননি তিনি। বর্তমানে ঋণ করে চলতে হচ্ছে, পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন। এ সময় চলতি মাসের মধ্যেই মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করার দাবি জানান তিনি।

বিক্ষোভে অংশ নেওয়া আরেকজন জানান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আমাদের চাকরি নিশ্চিত করার আশ্বাস দিলেও এখনো কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না তারা। অনেকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও সুফল মিলছে না। কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে সড়কে নামতে হয়েছে তাদের।

বিক্ষোভকারীরা দ্রুত সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। এছাড়া, কর্মীদের পাঠানোর সুনির্দিষ্ট দিন-তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধের পর মালয়েশিয়ার শ্রমবাজারের পথ খোলে ২০২২ সালের আগস্ট মাসে। দেশটিতে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে পাঁচ লাখ কর্মী পাঠানোর কথা ছিল। কিন্তু সব টাকা-পয়সা পরিশোধ ও কাজের সুযোগ পেয়েও টিকিট জটিলতার কারণে দেশটিতে যেতে পারেননি প্রায় আঠারো হাজার কর্মী।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব