1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ইকবাল ৮ হাজার রানের মাইলফলকে - Dainik Deshbani
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় নিকোল কিডম্যান `বেবিগার্ল’ ছবিতে আবেদনময়ী চরিত্রে শেষ ওভারে রংপুরকে জেতালেন নুরুল ‘শাহবাগ ব্লকেড’সহ একের পর এক কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিডিআর সদস্যরা থানার ভেতর থেকে ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার ভ্যাটের বর্ধিত হার প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দাবানলে হলিউড হিলসের ৫০ একর জায়গা পুড়ে গেছে প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ইকবাল ৮ হাজার রানের মাইলফলকে ৪৩তম বিসিএসে বাদ পড়া বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত?

প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ইকবাল ৮ হাজার রানের মাইলফলকে

Maharaj Hossain
  • বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

তামিম আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফরচুন বরিশাল-রংপুর রাইডার্স ম্যাচটি শুরু করেছিলেন ৭৯৯১ রান নিয়ে। মেহেদীর করা প্রথম ওভারে ছয় বল খেলে একটি রানও করতে না পারা বাঁহাতি ওপেনার প্রথম রানটি পান পরের ওভারে। চার ওভার শেষে ১২ বলে ৪ রান করা তামিম পঞ্চম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি মেরে ক্যারিয়ার রানটাকে নিয়ে যান ৭৯৯৯-এ। ২ বল পর মাইলফলক ছোঁয়া সেই বাউন্ডারি।

রংপুর রাইডার্সের মেহেদী হাসানের করা পঞ্চম ওভারের শেষ বলটিকে চার মেরেই মাইলফলকটি পেরোলেন তামিম ইকবাল। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৮ হাজার রানের মাইলফলক। বাংলাদেশের প্রথম ও বিশ্বের ৩৪তম ব্যাটসম্যান হিসেবে ২০ ওভারের ক্রিকেটে ৮ হাজার রান করলেন তামিম।

তামিম ৮ হাজার রানের মাইলফলক ছুঁলেন ২৭২ ম্যাচ ও ২৭১ ইনিংস খেলে। এই সংস্করণে ৪টি সেঞ্চুরি করা ব্যাটসম্যানের মোট রান এখন ৮০৩১। ৩২.৯১ গড়ে এই রান করা তামিমের স্ট্রাইক রেট ১২১.২৭।

তামিম টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করেছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে—১৭০১। দ্বিতীয় সর্বোচ্চ ৯৭৭ রান বরিশালের হয়ে। টুর্নামেন্টের হিসেবে বিপিএলেই সবচেয়ে বেশি রান তামিমের—৩৫৮৩। দ্বিতীয় সর্বোচ্চ ৬০৫ রান পিএসএলে।

মাইলফলক ছোঁয়ার ম্যাচে তামিম আউট হয়েছেন ৩৪ বলে ৪০ রান করে। তাঁর দল করেছে ৫ উইকেটে ১৯৭ রান।

টি-টোয়েন্টি ইতিহাসে সবচেয়ে বেশি রান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের—১৪৫৬২।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব