1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
প্রথম দিনটা স্বস্তিতেই কাটল ভারতের - Dainik Deshbani
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে কাউন্সিলর হত্যা, নারীসহ আরও তিনজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধূমকেতুটি দেখা যাবে এক লাখ ৬০ হাজার বছর পর ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে ফের শিক্ষার্থী সংযুক্তির সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার ২০২৪ সালে হজ্জ পালন করেছে ১ কোটি ৩০ লাখ মানুষ সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে নির্বাচন কখন হবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশি গ্রেফতার চাঁদাবাজি, অপহরণ সহ বিভিন্ন ঘটনায় পেশাদার অপরাধীরা তৎপর, উদ্বেগ দেশে ফিরছেন বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক ৯ বছর পর

প্রথম দিনটা স্বস্তিতেই কাটল ভারতের

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০

অ্যাডিলেডের দুঃসহ স্মৃতি মেলবোর্নে মুছে ফেলতে বদ্ধপরিকর ভারত। বক্সিং ডে টেস্টের প্রথম দিনটাতে সে দিক থেকে বলতে গেলে সফলই রাহানে শিবির। দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে অনেকটাই স্বস্তিতে টিম ইন্ডিয়া।

আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ১৯৫ রানের মধ্যে আটকে রাখতে পেরেছে ভারত। দিনের বাকি সময়টাতে ব্যাট করতে নেমে ভারত করেছে ১ উইকেটে ৩৬ রান। ৩৬ সংখ্যাটাই ভারতের কাছে পীড়াদায়ক। অ্যাডিলেডে দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল আউট হয়ে লজ্জার রেকর্ড গড়েছিল কোহলিরা। সেই তুলনায় মেলবোর্নে আপাতত অনেকটাই উজ্জীবিত দেখাচ্ছে ভারতকে।

প্রথম দিনের শেষ বেলায় ভারতের সংগ্রহ ১ উইকেটে ৩৬ রান। কিন্তু ইনিংসের শুরুটা ছিল রীতিমতো ভয়াবহ। আতঙ্ক ছড়িয়েছিলেন অজি পেসার মিশেল স্টার্ক। প্রথম ওভারের ষষ্ঠ বলেই মায়াঙ্ক আগারওয়ালকে বিদায় করেন তিনি। ৬ বলে শূন্য রান আগারওয়ালের।

আতঙ্ক ভর করছিল ভারত শিবিরে। না জানি প্রথম টেস্টের মতো এবারো অঘটন ঘটে। তবে দিন শেষ তা ঘটতে দেননি অভিষিক্ত সুবমান গিল ও চেতশ্বর পূজারা। অজি পেসারদের চোখে চোখ রেখে ৩৮ বলে ২৮ রানে অপরাজিত আছেন গিল। ২৩ বলে সাত রানে অপরাজিত পূজারা। ১৫৯ রানে পিছিয়ে ভারত।
এর আগে দিনের শুরুতে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে ছিল অস্ট্রেলিয়া। ৩৮ রানের মধ্যে দলটি হারায় তিন উইকেট। একে একে বিদায় নেন জো বার্নস (০), ম্যাথু ওয়েড (৩০) ও স্টিভেন স্মিথ (০)।

দলের প্রাথমিক বিপযয় সামাল দেন লাবুশানে ও ট্রাভিস হেড। এই জুটি দলকে নিয়ে যান ১২৪ রান অবধি। হেডকে অধিনায়ক রাহানের ক্যাচ বানান বুমরাহ। ৯২ বলে ৩৮ রানে ফেরেন হেড। দলীয় স্কোরে ১০ রান যোগ হওয়ার পর টেস্টে অভিষেকে নিজের প্রথম উইকেট পান হায়দরাবাদের অদম্য পেসার মোহাম্মদ সিরাজ। সিরাজের বলে লাবুশানে ক্যাচ দেন আরেক অভিষিক্ত সুবমান গিলের হাতে। সাদা পোশাকে প্রথম উইকেট প্রাপ্তির আনন্দে মাতেন সিরাজ।

১৩২ বলে ৪৮ রান করে ফেরেন লাবুশানে। এরপর অবশ্য ধারাবাহিক বিরতিতে উইকেট পড়েছে অস্ট্রেলিয়ার। শেষ অবধি স্বাগতিকদের ইনিংস শেষ হয় ৭২.৩ ওভারে ১৯৫ রানে। ক্যামেরুন গ্রিন ১২, অধিনায়ক টিম পেইন ১৩, নাথান লিওন ২০ রান করেন।

বল হাতে ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার জসপ্রিত বুমরাহ। তিন উইকেট নেন স্পিনার অশ্বিন। ১৫ ওভারে ৪ মেডেনে ৪০ রানে দুটি উইকেট নেন অভিষেক ম্যাচ খেলতে নামা সিরাজ। বাকি একটি উইকেট পান রবীন্দ্র জাদেজা।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব