1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
পল্টনে সন্দেহভাজন ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে তরুণের মৃত্যু - Dainik Deshbani
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ খবর

পল্টনে সন্দেহভাজন ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে তরুণের মৃত্যু

Maharaj Hossain
  • মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে সাজু মোল্লা (২২) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

সাজুর বন্ধু পরিচয় দেওয়া মো. বায়েজিদ বলেন, গতকাল সোমবার দিবাগত রাত তিনটার দিকে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় ঘটনাটি ঘটে। তাঁর ধারণা, সাজু ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন।

নিহত সাজু পেশায় প্রাইভেট কারচালক ছিলেন বলে জানান বায়েজিদ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, সাজুর শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা কলেজের মর্গে রাখা হয়েছে।

ঘটনার বিষয়ে বায়েজিদ বলেন, তিনি তাঁর অটোরিকশায় সাজুকে মুগদা থেকে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় নিয়ে আসেন। সাজু অটোরিকশা থেকে নামার পর তিনি (বায়েজিদ) একটু দূরে একটি দোকানে চা পান করছিলেন। হঠাৎ চিৎকার শুনে তিনি দৌড়ে গিয়ে একটি গলিতে সাজুকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বায়েজিদ বলেন, ছিনতাইকারীরা হয়তো সাজুকে ছুরিকাঘাত করেছেন বলে তিনি ধারণা করছেন

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব