1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
দায়িত্ব নিয়েই সেনা মোতায়েন শুরু করেছেন ট্রাম্প - Dainik Deshbani
শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

দায়িত্ব নিয়েই সেনা মোতায়েন শুরু করেছেন ট্রাম্প

Maharaj Hossain
  • বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

অভিবাসন নিয়ে কঠোরতার ঘোষণা দিয়েছেন মাকির্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে অভিবাসন রোধে সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামরিক বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে সোনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এজন্য এক হাজার সেনা ও নৌবাহিনীর ৫০০ সদস্যকে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো এবং টেক্সাসের এল পাসো স্থানান্তর করা হবে। তারা সীমান্তে কাজ করবেন। তবে তারা আইন প্রয়োগে জড়িত থাকবেন না।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব সেনাদের দুটি সি-১৭ এবং দুটি সি-১৩০ বিমান ও হেলিকপ্টারসহ মেক্সিকোর নিকটবর্তী সীমান্তে পাঠানো হবে।

মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী রবার্ট সেলেসেস বলেন, সেনাদের পাঁচ হাজারের বেশি অবৈধ অভিবাসীদের সরাতে সামরিক বিমান সরবরাহ করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে জানান, দক্ষিণ সীমান্তে দেড় হাজার সেনা পাঠানো হবে।

তিনি বলেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। আমেরিকার জনগণ এমন সময়ের জন্য অপেক্ষা করছে যেখানে প্রতিরক্ষা বিভাগ দেশের নিরাপত্তাকে গুরুত্বের সঙ্গে দেখছে। এটি দেশের জনগণের জন্য প্রধান অগ্রাধিকার এবং ইতোমধ্যে এ লক্ষ্যে কাজ করছেন প্রেসিডেন্ট।

লেভিট বলেন, ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিতাড়িত করাকে অগ্রাধিকার দিচ্ছেন। অভিবাসীদের তিনি বলেন, তোমাদের দেশে ফিরিয়ে নেওয়া হবে, গ্রেপ্তার করা হবে এবং মামলা করা হবে। ফলে তোমরা এসো না।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব