এবার টোকিও অলিম্পিকে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করছেন দেশটির পাঁচ প্রতিযোগী।
তারা চান পদক জয় করে বিশ্বদরবারে নিজ দেশের মর্যাদা বৃদ্ধি করতে। খবর আরব নিউজের।
জাপানের রাজধানীতে গত শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্বের সেরা এ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়েছেন ফিলিস্তিনের দৌড়বিদ হান্না বারাকাত, সাঁতারু দানিয়া নূর এবং আজান আল-বাওয়াব, জুডোবিদ ওয়াসাম আবু রমিলাহ ও ভার উত্তোলক মো. হামাডা।
অলিম্পিকে এ নিয়ে সপ্তমবারের মতো অংশ নিচ্ছেন ফিলিস্তিনের প্রতিযোগীরা।
১৯৯৬ সালে ফিলিস্তিনের অলিম্পিক কমিটি আন্তর্জাতিক এ ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের অনুমতি পায়।
সে বছরই যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিত অলিম্পিকে প্রথমবারের মতো অংশ নেন ফিলিস্তিনি খেলোয়াড়রা।