রোনাভাইরাসের ভ্যাকসিনের পুরো ডোজ পাওয়ার পর কিছুটা স্বাভাবিক জীবনে ফেরা যাবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি।
সংস্থাটির নতুন নির্দেশনায় বলা হয়, যাদের পুরোপুরি টিকা নেয়া হয়ে যাবে, তারা টিকা সম্পূর্ণ হওয়া অন্যদের এবং টিকা হয়নি এমন ব্যক্তিদের সঙ্গেও দেখা করতে পারবে।
টিকার শেষ ডোজ নেওয়ার দুই সপ্তাহ পর তারা করোনার বিরুদ্ধে সুরক্ষিত বলে জানিয়েছে সিডিসি।
পুরো ডোজ টিকা নেওয়ার পর মাস্ক ছাড়া এবং সামাজিক দূরত্ব না মেনে ঘরের ভেতর পুরো টিকা হয়ে যাওয়া অন্যদের সঙ্গে মেলামেশা করা যাবে বলে সিডিসির গবেষণায় বলা হয়।
এছাড়া টিকা হয়নি এমন অন্য একটি পরিবারের সঙ্গে ভেতরে মেলামেশা করতে পারবে, যদি স্বাস্থ্যগত কারণে ভাইরাস থেকে গুরুতর অসুস্থ হবার ঝুঁকি তাদের কারোর না থাকে।
তবে জরুরি নয় এ ধরনের ভ্রমণ এবং অনেক মানুষের ভিড় তাদের এড়িয়ে চলতে হবে। এছাড়া ঘরের বাইরে গেলে মুখে মাস্ক পরতে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত তিন কোটি মানুষকে পুরো ডোজ টিকা দেয়া হয়ে গেছে।
সিডিসি বলছে, টিকা নেয়া মানুষ, যারা টিকা নেননি তাদের সংক্রমিত করতে পারে এমন ঝুঁকি থেকে যাচ্ছে, কারণ টিকা নেয়া ব্যক্তির রোগ ছড়ানোর ক্ষমতা সম্পর্কে যথেষ্ট তথ্যপ্রমাণ এখনও পাওয়া যায়নি।
দেশটিতে দুই কোটি ৯০ লাখ মানুষ এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৫ লাখ ২৫ হাজার মানুষ।
সূত্র: বিবিসি বাংলা