1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত দুই এসআই হাসপাতালে - Dainik Deshbani
বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত দুই এসআই হাসপাতালে

Maharaj Hossain
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তারা দুজনই ডবলমুরিং থানায় সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে কর্মরত। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরের ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং মোড়ে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত দুই পুলিশ সদস্যকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন– ডবলমুরিং থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আহলাদ ইবনে জামিল ও মো. নজরুল ইসলাম।

এ ঘটনায় অভিযান পরিচালনা করে মনির ও মেহেদী নামে দুই ছিনতাইকারীকে আটক করা হয়।

পুলিশ জানায়, ছিনতাই করা অর্থ ভাগাভাগি করছিল একদল ছিনতাইকারী। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় ডবলমুরিং থানা পুলিশ। অভিযানে মনির ও মেহেদী নামে দুজনকে আটক করা হয়। তবে বাকিদের ধরতে গেলে ছুরি দিয়ে পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায় চার ছিনতাইকারী। ওই স্থানে মোট ছয় জন ছিনতাইকারী ছিল।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদ একটি গণমাধ্যমেকে বলেন, ‘ছিনতাইকারী ধরতে গিয়ে ধস্তাধস্তিতে ডবলমুরিং থানা পুলিশের দুই এসআই ছুরিকাঘাতে আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বাকি ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান চলছে।’

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব