1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় - Dainik Deshbani
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
আ.লীগের নেতারা বাংলাদেশকে নিজেদের দেশ মনে করেনা, এদের আসল দেশ হলো ভারত- রাশেদ খান পাওয়া গেল থানা থেকে লুট হওয়া অস্ত্র ছিনতাইকারী চক্র ধরতে গিয়ে কোন ডিমে পুষ্টি বেশি? কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার আফ্রিকায় টেস্ট বাদ দিয়ে আফ্রিদি বিপিএলে কেন নতুন বছরের শুরুতে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া আগামী ৩ দিন কেমন থাকবে তাপমাত্রা জানালো আবহাওয়া অফিস আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫ কাজাখস্তানে আজারবাইজান এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত, কিছু যাত্রী জীবিত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় পুরো রাষ্ট্রযন্ত্রের ওপর অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়নি: মান্না

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

Maharaj Hossain
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো পাকিস্তানের বাইরে আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে দেখা করার পর। তাঁদের সাক্ষাৎ হয়েছে পাকিস্তানে। শেখ নাহিয়ান আরব আমিরাতের সিনিয়র মন্ত্রী এবং আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান।

আজ ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেছে আইসিসি। সূচি অনুযায়ী, ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। ৯ মার্চ ফাইনালের ভেন্যু লাহোর। তবে ভারত ফাইনালে উঠলে লাহোরের পরিবর্তে খেলা হবে দুবাইয়ে।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অভিযান শুরু হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল চলে যাবে পাকিস্তানে। গ্রুপে বাংলাদেশের পরের দুটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন দিন পর স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

আইসিসি জানিয়েছে, প্রথম সেমিফাইনালে ভারত থাকবে এবং তারা সেমিফাইনালে যদি তারা উঠতে পারলে খেলা হবে দুবাইয়ে। একইভাবে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তান থাকবে এবং তারা সেমিফাইনালে উঠতে পারলে খেলা লাহোরে হবে। যেহেতু ভারত ও পাকিস্তান গ্রুপ পর্বেই একবার মুখোমুখি হবে, তাই ফাইনালের আগে তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই।

সূচি
তারিখ মুখোমুখি ভেন্যু
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান–নিউজিল্যান্ড করাচি
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ–ভারত দুবাই
২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা–আফগানিস্তান করাচি
২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া–ইংল্যান্ড লাহোর
২৩ ফেব্রুয়ারি পাকিস্তান–ভারত দুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ–নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া–দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড–আফগানিস্তান লাহোর
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ–পাকিস্তান রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া–আফগানিস্তান লাহোর
১ মার্চ ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা করাচি
২ মার্চ ভারত–নিউজিল্যান্ড দুবাই
৪ মার্চ ১ম সেমিফাইনাল দুবাই
৫ মার্চ ২য় সেমিফাইনাল লাহোর
৯ মার্চ ফাইনাল লাহোর

চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে আগেই। এবার চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের বিনিময়ে ২০২৭ সাল পর্যন্ত ভারত যেসব আইসিসি ইভেন্ট আয়োজন করবে, সেসব টুর্নামেন্টে পাকিস্তান তাদের ম্যাচগুলো নিরপেক্ষে ভেন্যুতে খেলবে—এই শর্তে আইসিসি, বিসিসিআই ও পিসিবি একমত জানিয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব