শহরের ধুলোমাখা রাস্তা। তার ওপরই সাদা পোশাকে হাঁটু গেড়ে বসে আছেন এক সন্ন্যাসিনী। তার সামনে সেনাবাহিনীর অস্ত্রসজ্জিত জওয়ানরা। সেনাদের প্রতি হাত জোড় করে ওই সন্ন্যাসিনী আত্মিক সন্তানদের ছেড়ে দেওয়ার জন্য মিনতি করছেন। আত্মিক সন্তানদের ছেড়ে দেওয়ার বদলে নিজের প্রাণ দিতে রাজি এই সন্নাসিনী। মিয়ানমারের অস্ত্রেশস্ত্রে সজ্জিত সেনাদের সামনে হাঁটু গেড়ে এই সন্নাসিনীর মিনতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। খবর ডনের।