1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
আইসিইউতে বিএনপি'র ভাইস চেয়ারম্যান রুহুল আলম - Dainik Deshbani
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে কাউন্সিলর হত্যা, নারীসহ আরও তিনজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধূমকেতুটি দেখা যাবে এক লাখ ৬০ হাজার বছর পর ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে ফের শিক্ষার্থী সংযুক্তির সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার ২০২৪ সালে হজ্জ পালন করেছে ১ কোটি ৩০ লাখ মানুষ সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে নির্বাচন কখন হবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশি গ্রেফতার চাঁদাবাজি, অপহরণ সহ বিভিন্ন ঘটনায় পেশাদার অপরাধীরা তৎপর, উদ্বেগ দেশে ফিরছেন বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক ৯ বছর পর

আইসিইউতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান রুহুল আলম

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ১৪ মার্চ, ২০২১

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরীকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। গত শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে রোগমুক্তির জন্য দোয়া চেয়েছেন তার স্ত্রী।

জানা গেছে, গত ১০ মার্চ জ্বর, সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর করোনাভাইরাস সংক্রমণের পরিক্ষার রিপোর্টে পজিটিভ পাওয়া গেছে। গতকাল তাঁকে আইসিইউ-তে নেওয়া হয়েছে। আজ অবস্থার অবনতি হয়েছে। পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এদিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনারের অবস্থা আগের মতোই আছে। তার স্ত্রী ডা. সিমকি বলেন, এখনও তার অবস্থা ভালো না। পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করায় গত ১২ মার্চ বিকেলে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন অবস্থার অবনতি হওয়া আইসিইউতে নেওয়া হয়। তিনি গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে আছেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব