আগামী এপ্রিল-মে মাসে মাঠে গড়াতে পারে আইপিএলের ১৪তম সংস্করণ। নতুন এ সংস্করণের পরিকল্পনা নিয়ে এর মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলো কাজ করা শুরু করেছে। নিলামে খেলোয়াড় কেনার আগেই ফ্র্যাঞ্চাইজিগুলো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, গত আসরে খেলা কোন কোন খেলোয়াড়কে দলে রাখা হবে আর কাদের ছেড়ে দেওয়া হবে।
দুই তালিকাতেই চমক–জাগানিয়া কিছু নাম আছে। দলগুলো যাঁদের ধরে রেখেছে, স্বাভাবিকভাবেই তাঁদের নাম আগামী নিলামে তোলা হবে না। ফ্র্যাঞ্চাইজিগুলো যাঁদের এর মধ্যেই ছেড়ে দিয়েছে, নিলামে শুধু তাঁদেরই তোলা হবে। আগামী নিলামে অন্য ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার আশায় বসে থাকবেন তাঁরা। অপেক্ষা করবেন, যদি কেউ ‘কেনে’ তাঁদের।
বিজ্ঞাপন
এদিকে বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আসন্ন আইপিএলের নিলাম হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, নিলাম ২৮ ফেব্রুয়ারি হবে। কিন্তু নিলামটা কোথায় হবে, সেটা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
রাজস্থানে জায়গা হয়নি স্মিথের।
রাজস্থানে জায়গা হয়নি স্মিথের।ছবি : আইপিএল ওয়েবসাইট
আরেকটি বিষয় নিয়েও দ্বিধায় ভুগছে বিসিসিআই। করোনা প্রকোপের মধ্যে এই আইপিএল কি ঘরের মাঠে না আবারও দেশের বাইরে আয়োজন করা হবে, সেটা নিয়েও এখনো সিদ্ধান্তে আসতে পারেনি বিসিসিআই। আগামী মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। সে সিরিজের সফলতার ওপরেই মূলত নির্ভর করবে এই আইপিএল দেশে আয়োজন করা হবে, নাকি বিদেশে। তবে বিসিসিআই সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে আসন্ন আইপিএলের ১৪তম সংস্করণ যেন ভারতেই গড়ায়।
তবে নিলাম যখনই হোক, যেখানেই হোক, ফ্র্যাঞ্চাইজিগুলো এর মধ্যেই নিজেদের গড়ে নিচ্ছে ভালোভাবে। যাঁদের দরকার নেই, ঘোষণা দিয়ে তাঁদের বিদায় করা হয়েছে—তাঁরাই উঠবেন আগামী নিলামে। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো কাদের কাদের ধরে রাখল, কাদেরই–বা ছেড়ে দিল, দেখে নেওয়া যাক একনজরে:
বিজ্ঞাপন
কলকাতা নাইট রাইডার্স
উল্লেখযোগ্য যাঁদের ছেড়ে দেওয়া হয়েছে: ক্রিস গ্রিন, টম ব্যান্টন, হ্যারি গার্নি, নিখিল নায়েক, সিদ্ধেশ লাড।
যারা এখনো আছেন: আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, এওইন মরগান, সুনীল নারাইন, টম সেইফার্ট, শুভমান গিল, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, শিভাম মাভি, রাহুল ত্রিপাঠি, কমলেশ নাগরকোটি, নীতিশ রানা, বরুণ চক্রবর্তী, লকি ফার্গুসন, প্রসিদ্ধ কৃষ্ণ।
রাসেল-কামিন্সদের ধরে রেখেছে কলকাতা।
রাসেল-কামিন্সদের ধরে রেখেছে কলকাতা।ছবি : আইপিএল ওয়েবসাইট
মুম্বাই ইন্ডিয়ানস
উল্লেখযোগ্য যাঁদের ছেড়ে দেওয়া হয়েছে: লাসিথ মালিঙ্গা, জেমস প্যাটিনসন, মিচেল ম্যাকলেনাহান, নাথান কোল্টার-নাইল, শেরফানে রাদারফোর্ড।
উল্লেখযোগ্য যাঁরা এখনো আছেন: রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, কুইন্টন ডি কক, ট্রেন্ট বোল্ট, ইশান কিষাণ, যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, ক্রিস লিন, রাহুল চাহার, ধবল কুলকার্নি, জয়ন্ত যাদব, ক্রুনাল পান্ডিয়া, সৌরভ তিওয়ারি।
চেন্নাই সুপার কিংস
উল্লেখযোগ্য যাঁদের ছেড়ে দেওয়া হয়েছে: শেন ওয়াটসন, হরভজন সিং, কেদার যাদব, মুরালি বিজয়, পীযূষ চাওলা।
উল্লেখযোগ্য যারা এখনো আছেন: মহেন্দ্র সিং ধোনি, ডোয়াইন ব্রাভো, জশ হ্যাজলউড, ফ্যাফ ডু প্লেসি, সুরেশ রায়না, অম্বাতি রাইড়ু, রবীন্দ্র জাদেজা, রুতুরাজ গায়কোয়াড়, লুঙ্গি এনগিদি, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ইমরান তাহির, স্যাম কুরান, শার্দুল ঠাকুর।
দিল্লি ক্যাপিটালস
উল্লেখযোগ্য যাঁদের ছেড়ে দেওয়া হয়েছে: অ্যালেক্স ক্যারি, জেসন রয়, কিমো পল, সন্দ্বীপ লামিছানে, তুষার দেশপাণ্ডে, মোহিত শর্মা
উল্লেখযোগ্য যাঁরা এখনো আছেন: শ্রেয়াস আইয়ার, কাগিসো রাবাদা, শিমরন হেটমায়ার, মার্কাস স্টয়নিস, আনরিখ নর্তিয়ে, পৃথ্বী শ, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, আবেশ খান, অক্ষর প্যাটেল, ক্রিস ওকস।
সানরাইজার্স হায়দরাবাদ
উল্লেখযোগ্য যাঁদের ছেড়ে দেওয়া হয়েছে: বিলি স্ট্যানলেক, ফাবিয়ান অ্যালেন।
উল্লেখযোগ্য যাঁরা এখনো আছেন: ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, রশিদ খান, জনি বেয়ারস্টো, মোহাম্মদ নবী, মিচেল মার্শ, জেসন হোল্ডার, ভুবনেশ্বর কুমার, মণীষ পাণ্ডে, খলিল আহমেদ, টি নটরাজন, শাহবাজ নাদিম, সিদ্ধার্থ কল, বাসিল থাম্পি, সন্দ্বীপ শর্মা, বিজয় শঙ্কর, ঋদ্ধিমান সাহা।
কিংস ইলেভেন পাঞ্জাব
উল্লেখযোগ্য যাঁদের ছেড়ে দেওয়া হয়েছে: গ্লেন ম্যাক্সওয়েল, হার্ডাস ভিলোয়েন, জিমি নিশাম, করুণ নায়ের, মুজিব উর রহমান, শেলডন কটরেল।
এবার পাঞ্জাবে জায়গা হয়নি ম্যাক্সওয়েলের।
এবার পাঞ্জাবে জায়গা হয়নি ম্যাক্সওয়েলের।ছবি : আইপিএল ওয়েবসাইট
উল্লেখযোগ্য যাঁরা এখনো আছেন: লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগরওয়াল, মোহাম্মদ শামি, নিকোলাস পুরান, দীপক হুদা, রবি বিষ্ণয়, ক্রিস জর্ডান।
বিজ্ঞাপন
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
উল্লেখযোগ্য যাঁদের ছেড়ে দেওয়া হয়েছে: অ্যারন ফিঞ্চ, ক্রিস মরিস, ডেল স্টেইন, ইসুরু উদানা, গুরুকিরাত সিং, মঈন আলী, পার্থিব প্যাটেল, পবন নেগি, শিভাম দুবে, উমেশ যাদব।
উল্লেখযোগ্য যাঁরা এখনো আছেন: বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, নবদীপ সাইনি, দেবদূত পাডিকাল, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ সিরাজ, জশুয়া ফিলিপে, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা।
কোহলিরা এবার দলে রাখেননি ফিঞ্চ, স্টেইনদের।
কোহলিরা এবার দলে রাখেননি ফিঞ্চ, স্টেইনদের।ছবি : আইপিএল ওয়েবসাইট
রাজস্থান রয়্যালস
উল্লেখযোগ্য যাঁদের ছেড়ে দেওয়া হয়েছে: স্টিভেন স্মিথ, ওশানে টমাস, টম কুরান, অঙ্কিত রাজপুত, বরুণ অ্যারন।
উল্লেখযোগ্য যাঁরা এখনো আছেন: বেন স্টোকস, জফরা আর্চার, জস বাটলার, সঞ্জু স্যামসন, রাহুল তেওয়াতিয়া, রিয়ান পরাগ, শ্রেয়াস গোপাল, জয়দেব উনাদকাট, যশস্বী জয়সওয়াল, ডেভিড মিলার, অ্যান্ড্রু টাই।