জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ এর টিকা দান স্থগিত রাখার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ। টিকা গ্রহণের পর রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা সামনে আসায় এ পদক্ষেপ নেয় দেশটির কর্তৃপক্ষ। খবর-রয়টার্সের।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সেন্টার যৌথ বিবৃতিতে এ সুপারিশ করেছে।
বিবিসির খবরে বলা হয়েছে, এ পর্যন্ত জনসনের করোনা টিকা নিয়েছেন অন্তত ৬৮ লাখ মানুষ। এর মধ্যে মাত্র ছয়জনের শরীরে রক্তজমাট বাঁধার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার একাধিক টুইটে এফডিএ এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) বলেছে, জনসনের করোনা টিকা নেয়ার পর যুক্তরাষ্ট্রে ছয়জনের শরীরে গুরুতরভাবে রক্তজমাট বাঁধার খবর পাওয়া গেছে। এর প্রেক্ষিতে আমরা বাড়তি সতর্কতাস্বরূপ এই টিকার ব্যবহার স্থগিত করার আহ্বান জানাচ্ছি।