করোনা সংক্রমণের চতুর্থ ঢেউ সামলাতে দেশের অধিকাংশ অঞ্চলে ১০ দিনের লকডাউন দিয়েছে ইরান।
বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে, শনিবার থেকে দেশটির ৩১ প্রদেশের মধ্যে ২৩টিতে এই লকডাউন শুরু হয়েছে।
আগামী বুধবার থেকে দেশটিতে রমজান শুরু হতে যাচ্ছে। এ সময়ে যে কোনো জমায়েতসহ স্কুল, ব্যবসাপ্রতিষ্ঠান, থিয়েটার এবং খেলাধুলার স্থান খোলা রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে ইরানে করোনাভাইরাসের দৈনিক আক্রান্তের সংখ্যা গড়ে প্রায় ২০ হাজার করে বৃদ্ধি পাওয়ায় দেশটির মোট আক্রান্তের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে।
আক্রান্তদের মধ্যে ৬৪ হাজারের বেশি মারা গেছেন। চতুর্থ ঢেউয়ের জন্য ইরাক হয়ে প্রবেশ করা করোনাভাইরাসের যুক্তরাজ্য ধরনকে দোষারোপ করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ।
পাশাপাশি ২০ মার্চ ইরানের নববর্ষের উদযাপনসহ গত কিছু দিনে বিয়ের অনুষ্ঠান ও ভ্রমণ বেড়ে যাওয়ায় করোনাভাইরাসের চতুর্থ ঢেউ শুরু হয়েছে বলে জানান তিনি।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আলিরেজা রাইসি বলেন, যুক্তরাজ্যের ধরনটি এ মুহূর্তে ২৫৭ শহরে ছড়িয়ে পড়েছে। এই শহরগুলোতে এখন ‘রেডঅ্যালার্ট’ জারি করা হয়েছে।