বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে সাকিব আল হাসানকে পাচ্ছে না জেমকন খুলনা। শ্বশুরের অসুস্থতার খবর জেনে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এই অলরাউন্ডার। আজ মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন সাকিব। সে লক্ষ্যে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার ম্যাচের পর গতকাল সোমবার রাতেই জৈব-সুরক্ষা বলয় ছেড়ে বেরিয়ে যান তিনি।
খুলনার ম্যানেজার ও সাবেক জাতীয় ক্রিকেটার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। গতকাল (সোমবার) রাতে সাকিবকে হোটেল ছেড়ে চলে যেতে হয়েছে।’
তিনি বলেন, ‘ওর শ্বশুর অনেকদিন থেকে অসুস্থ ছিলেন। কালকে সাকিব জানতে পারে যে তিনি বেশ গুরুতর অসুস্থ এখন। যেহেতু পরিবার সবসময়ই সবকিছুর আগে এবং জেমকন খুলনা এটাকে সবসময় গুরুত্ব দেয় ও শ্রদ্ধা করে, আমাদের দিক থেকে তাই কোনো সমস্যা ছিল না।’
নাফিস ইকবাল আরও বলেন, ‘আজকে ওর ফ্লাইট। জেমকন খুলনার পক্ষ থেকে আমরা সবাই তার পরিবারের জন্য দোয়া করছি। আশা করি সে নিরাপদে পৌঁছবে।’
সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পরিবার থিতু যুক্তরাষ্ট্রে। এক বছরের নিষেধাজ্ঞার বড় একটি অংশ সাকিব কাটিয়েছেন সেখানেই। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলার জন্য গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি। এর আগে বাবার মৃত্যুতে জৈব-সুরক্ষা বলয় ছেড়ে যেতে হয়েছে খুলনার পেসার শহিদুল ইসলামকে।
সোমবার রাতে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানে হারিয়ে ফাইনালে উঠে গেছে জেমকন খুলনা। ব্যাট হাতে ৫১ বলে ৮০ রান করে জহুরুল ইসলাম ও বল হাতে ৩৫ রানে ৫ উইকেট নিয়ে মাশরাফি বিন মর্তুজা ছিলেন মূল নায়ক। তবে অবদান ছিল সাকিব আল হাসানেরও। ব্যাটিংয়ে ১৫ বলে ২৮ রান করার পর বল হাতেও নিয়েছিলেন ১ উইকেট।