মহাপরিচালকের পর এবার করোনায় আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। চিকিৎসকের পরামর্শ মেনে তিনি বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ডা. নাসিমা সুলতানা নিজেই তার কোভিড সংক্রমিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা লিখেছেন, বিরতিহীনভাবে টানা ৩৬৫দিন অফিস করার পর উপসর্গসহ করোনায় আক্রান্ত হলাম।
এসময় তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
ডা. নাসিমা সুলতানা বলেন, করোনা উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করা হয়েছিল। আজ (বৃহস্পতিবার) পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। শারীরিকভাবে মোটামুটি সুস্থ আছি। সবাই দোয়া করবেন।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম ও অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানটির একাধিক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকিরও।
স্বাস্থ্য অধিদপ্তরের অন্যতম শীর্ষ একজন কর্মকর্তা হিসেবে করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই জনগণের সুরক্ষায় কাজ করেছেন ডা. নাসিমা সুলতানা। দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিযে নিয়মিত সংবাদ সম্মেলনে কথা বলায় দেশব্যাপী পরিচিতমুখ হয়ে উঠেছেন তিনি।
শুধু তাই নয়, দেশে প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করা হয় গত ২৭ জানুয়ারি। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঁচ জনকে ভ্যাকসিন দেয়া হয়। ওই দিন তিনিও ভ্যাকসিন নিয়েছিলেন।