রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ শেষেই করোনা আক্রান্ত ভারতীয় লিজেন্ডস দলের অধিনায়ক শচীন টেন্ডুলকার।
ভারতীয় কিংবদন্তির করোনা আক্রান্তের খবর প্রকাশ হতেই বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে শ্রীলংকার লিজেন্ডস দলের ক্রিকেটারদের।
গত ২১ মার্চ রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ফাইনালে মুখোমুখি হয় স্বাগতিক ভারত ও শ্রীলংকা। ফাইনালে তিলকরত্নে দিলশানের নেতৃত্বাধীন দলকে ১৪ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় শচীন টেন্ডুলকারের ভারত।
বিশ্বের তারকা ক্রিকেটারদের সঙ্গে সফল মিশন শেষে করোনা টেস্টে পজিটিভ আসে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। শচীনের মতো রোড সেফটি সিরিজে খেলে করোনা আক্রান্ত হন ইরফান পাঠান, ইউসুফ পাঠান ও বদ্রিনাথ।
শচীন-পাঠানদের করোনা আক্রান্তের খবর প্রকাশ হতেই নড়েচড়ে বসেছে শ্রীলংকান সরকার। ভারত সফরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নেয়া দিলশানের নেতৃত্বাধীন দলের প্রত্যেক সদস্যকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছে শ্রীলংকান সরকার।
শুধু তাই নয়, ভারত সফরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলা দিলশানের নেতৃত্বাধীন দলের প্রত্যেক সদস্যকে একাধিকবার করোনা টেস্ট করানো হবে। সেই টেস্টে যদি করোনা ধরা না পড়ে তাহলে বাড়ির বাইরে যাওয়ার অনুমতি পাবেন শ্রীলংকান কিংবদন্তি ক্রিকেটাররা।