নিউজিল্যান্ড-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি ম্যাচ দ্বিতীয় দফা বৃষ্টির কারণে বন্ধ রয়েছে।
মঙ্গলবার নেপিয়ারে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে কিউইরা। চতুর্থ ওভারের শেষ বলে তাসকিন আহমেদের কাছে ধরা দিয়ে সাজঘরে ফেরেন ফিন অ্যালেন।
দলীয় ৫৫ রানে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন আরেক ওপেনার মার্টিন গাপটিল। ১৮ বলে ২১ রান করে গাপটিল।
বোলিংয়ে এসে প্রথম বলে ডেভন কনওয়েকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম।
১৭ বলে ১৪ রান করা উইল ইয়ং ফেরেন মেহেদী হাসানের বলে স্ট্যাম্পিং হয়ে। ১৩তম ওভারের দ্বিতীয় বলে চার উইকেটে কিউইদের রান ছিল ১০২। এমন সময় বৃষ্টির হানায় ২৫ মিনিট খেলা বন্ধ ছিল।
অন্যদিকে খেলা শুরু হলে ৮ বলে ৭ রান করে মেহেদীর হাতেই ধরা পড়েন মার্ক চ্যাপম্যান।
১৭ ওভার ৫ বলে আবারো বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়ে যায়। ৫ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করার পর
৩১ বলে ৫৮ রান করেছেন গ্লেন ফিলিপস। তার সঙ্গে ১৬ বলে ৩৪ রান করে ক্রিজে আছেন ড্রাইল মিচেল।
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাইম, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্রাইল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোদি, হ্যামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।