1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে হরতালকারীদের সাথে পুলিশের সংঘর্ষ, আহত ৩০

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ২৮ মার্চ, ২০২১

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলীর কাছে শিকারপুরে হরতালকারী হেফজতে ইসলামের হামলায় ওসিসহ ৭ জন পুলিশ ও আওয়ামী লীগের নেত-কর্মীসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত সিরাজদিখান থানার ওসি এস এম জালাল উদ্দিনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া আহত আরও কয়েকজন পুলিশ ও আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীকে ঢাকায় ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি ও চিকিৎসা দেয়া হচ্ছে। এসময় হেফাজতের কর্মীরা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া পুলিশ এগিয়ে গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার (২৮ মার্চ) বেলা ১২টার দিকে হেফাজতের ইসলামের কর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়কের নিমতলীর কাছে শিকারপুরে ব্যারিক্যাডসহ হরতালের সমর্থনে জড়ো হতে থাকলে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হরতাল না করতে বলতেই হেফাজতের কর্মীরা হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। এসময় সিরাজদিখান থানার ওসি এস এম জালাল উদ্দিনকে মাথায় আঘাত করলে রক্তাক্ত অবস্থায় ঢাকা-মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আরও ৬ জন পুলিশ আহত হয়েছে বলে সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো. কামরূ জানান।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব