চলতি বছরের জানুয়ারি মাসের ২০ তারিখ মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। এরপর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করেছেন তিনি। খবর বিবিসির।
জানা গেছে, সংবাদ সম্মেলনে দক্ষিণাঞ্চলীয় সীমান্তে বাড়তে থাকা অভিবাসীদের চাপ মোকাবিলা করার ব্যাপারে কথা বলেছেন বাইডেন।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার প্রায় এক ঘণ্টা ধরে সংবাদ সম্মেলন করেন তিনি। ওই সময় অস্ত্র ও পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলেছেন বাইডেন।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, এসব ক্ষেত্রে স্বচ্ছ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। জানা গেছে, করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা দ্বিগুণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এর আগে বাইডেন জানিয়েছিলেন, নিজের ক্ষমতার মেয়াদের শুরুর একশ দিনের মধ্যে ১০ কোটি ডোজ টিকা দেবেন। তবে গতকাল তিনি বলেছেন, ১০০ দিনের আগেই ২০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে।
সূত্র: বিবিসি