1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন

গরমে চুলে ঘামের গন্ধ দূর করতে কী করবেন?

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ২৬ মার্চ, ২০২১

গরমকাল মানেই গা চিটচিট করা ঘাম। সেই ঘামের দুর্গন্ধ যে শুধু পোশাক বা শরীর থেকে বের হয় তা নয়, আপনার মাথার চুলও এই সময়ে সমানভাবে ঘেমে যায়। তাই সেই গন্ধেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। তবে এ থেকে মুক্তির উপায় আছে আপনার বাড়িতেই। চলুন জেনে নেওয়া যাক।

উপকরণ:

গোলাপ জল, অ্যালোভেরা জেল এবং কোনও একটি পছন্দের এসেনশিয়াল অয়েল দিয়েই বানানো যাবে এই সুগন্ধি। গোলাপ জল আপনার চুলে আনবে একটু তরতাজা ভাব। ফলে চুলের রুক্ষতা দূর হবে। অ্যালোভেরা জেল ব্যবহার করলে আপনার চুলে সবসময়ই আর্দ্রতা বজায় থাকবে। এসেনশিয়াল অয়েল আপনার চুলে দেবে একটা হালকা দীর্ঘস্থায়ী সুগন্ধ।

পদ্ধতি:

একটি কাচের পাত্র ভালো করে ধুয়ে নেবেন। তারপর শুকিয়ে নিন। একটি পাত্র নিয়ে তাতে এক কাপ গোলাপ জল ও এক কাপ অ্যালোভেরা জেল মিশিয়ে নিতে হবে। ভাল করে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে আপনার পছন্দের একটি এসেনশিয়াল অয়েল ১০ ফোঁটা ওই মিশ্রণে ঢেলে আবার সব নিয়ে ভালো করে মিশিয়ে দিন। তারপর কিছুক্ষণ রেখে দিয়ে ওই কাচের পাত্রে আস্তে আস্তে পুরোটা ঢেলে দিন। আপনার ঘরোয়া হেয়ার পারফিউম তৈরি।

ব্যবহার:

বিশেষজ্ঞরা বলেন যারা বাড়ির বাইরে অফিসে যান তাদের প্রতিদিন চুল না ভেজানো উচিত। কারণ এতে করে চুলের গোড়া নরম হয়ে যায়। তবে গরমে চুল না ধুলে সজীবতা আসবে না। সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবে এই হেয়ার পারফিউম।

সূত্র: কলকাতা২৪x৭

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব