1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে নিহত-৭, আহত ২ সহস্রাধিক, পুড়েছে ১০ হাজার শেড

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এপর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের মধ্যে একজন নারী, দুইজন শিশু ও চারজন বৃদ্ধ। আহত হয়েছেন কমপক্ষে ২ হাজার জন। আহত ২৫/৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনে পুড়ে গেছে ১০ সহস্রাধিক ঘর।

১৪ এপিবিএনর অধিনায়ক (পুলিশ সুপার) মো. আতিকুল ইসলাম ফারুক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তিন শিশুসহ সাতজনের নিহতের খবর আসলেও এখন মৃতদেহগুলো দেখিনি।

সোমবার বিকাল চারটার দিকে উখিয়ার বালুখালী ৮-ই ও ডাব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তা মুহূর্তে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ৯, ১০ ও ১১ নং রোহিঙ্গা ক্যাম্পেও।

রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে গেছে হাজার হাজার রোহিঙ্গাদের ঝুপড়ি ঘর। এছাড়াও পুড়ে গেছে দেশি-বিদেশি বিভিন্ন হাসপাতাল, এনজিও অফিস ও পুলিশ ব্যারাক।

এদিকে স্থানীয় পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, ব্লকওয়াইজ হিসেব মতে অগ্নিকাণ্ডে ৯ হাজার ৫৮০ টি ঘর বা রোহিঙ্গা শেড, স্থানীয় ৩শত বাড়ি, ১২ শত দোকান, কয়েকটি হাসপাতাল ও এনজিওদের ডিস্ট্রিভিউশন সেন্টার পুড়ে গেছে।

৯ নং ক্যাম্প এর চেয়ারম্যান আবু তাহের এই তথ্য জানিয়েছেন, ক্যাম্প-০৯ এর ৮ হাজার ৭৬০ টি ঘর রয়েছে। তার মধ্যে ৬হাজার বাড়ি পুড়ে গেছে।

আগুনে পুরো ক্যাম্প এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। অনেকে অন্য ক্যাম্পেও আশ্রয় নিয়েছে। প্রাণ বাঁচাতে হাজার হাজার রোহিঙ্গা শিশু-নারী-পুরুষ নিরাপদ আশ্রয়ে ছোটাছুটি করে রাস্তা ঘাটে। এ সময় অনেকে আহত হয় এবং অনেক শিশু হারিয়ে গেছে বলে স্বজনরা জানান।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, প্রাণান্ত চেষ্টার পর রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা বলা মুশকিল। ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক।

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মো. হামিদ জানান, আগুনে তার নিয়ন্ত্রণাধীন প্রায় ৫ শতাধিক ঘরসহ অন্তত এক হাজারেরও বেশি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। পুড়ে গেছে রোহিঙ্গা ক্যাম্পের মিয়ানমারের বলিবাজার খ্যাত সবচেয়ে বড় মার্কেট বালুখালী বাজার। এতে অর্ধশতাধিক কোটি টাকা মূল্যের মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় পুড়ে অঙ্গার হয়েছে তিন শিশুসহ সাতজন।

কক্সবাজারস্থ অতিরিক্ত ত্রাণ ও শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন। তবে আগুনের সূত্রপাতের কারণ এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান তিনি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব