1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন

২৬০ রান করতে পারলে গল্পটা অন্যরকম হতো : তাসকিন

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ২০ মার্চ, ২০২১

আজ ডানেডিন সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটসম্যানদের ব্যর্থতায় নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে লজ্জাজনকভাবে হেরে গেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করে তামিমরা ৪১.৫ ওভারে মাত্র ১৩১ রানে অল-আউট হয়। তবে স্কোর বোর্ডে ২৬০ রানের বেশি রান থাকত, তবে বোলাররা লড়াই করতে পারতেন বলে মনে করেন পেসার তাসকিন আহমেদ। বড় স্কোর না হওয়ায় হতাশা ঝড়েছে তাসকিনের কণ্ঠে।

ডানেডিন থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো রেকর্ড করা ভিডিও বার্তায় তাসকিন বলেন, ‘আমরা স্কোর বোর্ডে ২৬০ থেকে ২৭০ রান করতে পারলে, গল্পটা অন্যরকম হতে পারত। আমরা ভালো ব্যাট করতে পারিনি। আমরা মাত্র ১৩১ স্কোর করতে পেরেছি এবং এই ধরনের দলের বিপক্ষে এমন স্কোর নিয়ে কখনোই লড়াই করা যায় না। ২৬০ থেকে ২৭০ রান থাকলে আমরা বোলাররা লড়াই করার জন্য আক্রমণাত্মক হতে পারতাম।’

বোর্ডে সীমিত সংগ্রহ থাকার পরও, নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বিপক্ষে নিজের সেরাটা দিয়েছেন তাসকিন। গতি এবং বাউন্স দিয়ে কিউই ব্যাটসম্যানদের চাপে রাখার চেষ্টাও করেছেন। চার ওভার বল করে ২৩ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আজকের হারে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ জয়হীনই থাকল। এখনো তিন ফরম্যাটে ২৭ ম্যাচের (১৪টি ওয়ানডে, ৯টি টেস্ট ও ৪টি টি-টোয়েন্টি) সবকটিতে হেরেছে টাইগাররা।

তাসকিন বলেন, ‘আমাদের বোলারদের ভালোো প্রস্তুতি ছিল। এখানে কোয়ারেন্টাইন চলাকালীন, আমরা আমাদের ফিটনেস সম্পর্কে সচেতন ছিলাম এবং নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালোো করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছিলাম। আমরা ঘুরে দাঁড়ানোর ব্যাপারে এখনো আশাবাদী। সিরিজে আমাদের এখনো দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। বিশেষভাবে নিউজিল্যান্ডে আমরা ভালোো করতে পারি না। তবে আশা করি, পরের ম্যাচে আমরা আমাদের সেরাটা দিতে পারব।’

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব