বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও জাতীয় শিশু দিবস-২০২১ পালিত হয়েছে। ১৭ মার্চ, বুধবার সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ৯-১৫ মি: স্বাধীনতা চত্ত¡রে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করেন ভাইস-চ্যান্সেলর (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী, ডীন কাউন্সিল, প্রভোষ্ট কাউন্সিল, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, ছাত্রলীগ পবিপ্রবি, বিভিন্ন আবাসিক হলসমূহের প্রোভষ্টবৃন্দ, বঙ্গবন্ধু পরিষদ, সেক্টর কমান্ডারস ফোরাম, শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন, শাখা, বিভিন্ন হল শাখার ছাত্রলীগ, বঙ্গবন্ধু সমন্বয় পরিষদ, বিভিন্ন হল প্রভোস্ট, কর্মচারী পরিষদ, উদীচী শিল্পী গোষ্ঠি, ইএসডিএম ক্লাব, রোভার স্কাউট, সৃজনী বিদ্যানিকেতনসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে প্রশাসন ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ক্যাম্পাস প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে দেয়ালিকা উন্মোচন এবং কেক কাটেন ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে সকল শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা। একাডেমিক ভবনের সামনে প্রামান্য চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে কৃষি অনুষদের কনফারেন্সরুমে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের শিক্ষক,কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সকাল সোয়া ১০ টায় সৃজনী বিদ্যানিকেতনে শিশু কিশোর প্রতিযোগিতা এবং বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া-মোনাজাত এবং দুপুর ১টা ৩০ মি. কেন্দ্রীয় মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।