পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের সদ্য ঘোষিত অসংগতিপূর্ণ আহŸায়ক কমিটির বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন দুমকি উপজেলা যুবদল ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে গতিশীল ও শক্তিশালি করার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় সারাদেশে যুবদলের কমিটি গঠনের যে প্রক্রিয়া চলছে তারই ধারাবাহিকতায় গত ১৩ মার্চ পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মো: মনিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক মো: তৌফিক আলী খান (এ্যাডভোকেট) এর স্বাক্ষরিত দুমকি উপজেলা যুবদলের পূর্নাঙ্গ আহয়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
গতকাল (১৬ মার্চ) মঙ্গলবার বেলা ১১ টায় প্রেসক্লাব দুমকির হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা যুবদলের ত্যাগী ও বারবার কারা নির্যাতিত, হামলা মামলার স্বীকার, নবগঠিত কমিটির উপজেলা যুবদলের যুগ্ন আহয়ক জসিম উদ্দিন সম্ভু লিখিত বক্তব্য বলেন, উক্ত কমিটিতে ত্যাগী, জেল, জুলুম, হামলায় নির্যাতিত ও নিপিরিত নেতা কর্মীদের অবমূল্যায়ন ও কমিটিতে স্থান না দেওয়া পক্ষান্তরে, অযোগ্য অদক্ষ্য, দলীয় কার্যক্রমে অংশগ্রহনহীণ, চাকুরীজিবী, ঢাকায় স্থায়ীভাবে বসবাসরত, অন্যান্য রাজনৈতিক দলের সাথে জড়িত ও কমিটির দুই তৃতীয় অংশ অপরিচিত মুখ এবং মাদকাসক্তদের বানিজ্যক পন্থায় কমিঠিতে গুরুত্বপূর্ন পদ দেওয়া হয়েছে।
তিনি আর ও বলেন, অসংগতিপূর্ন আহŸায়ক কমিটির মধ্যে সিনিয়র যুগ্ন আহŸায়ক জাকির হোসেন হাওলাদারের কোন রাজনৈতিক কর্মকান্ড নেই। যুগ্ন আহŸায়ক মিজানুর রহমান লাল মিয়া, সামিম হাওলাদার, মাইনুল হাসান সোহেল, তারা অপরিচিত মুখ এবং বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত। সাইদুর রহমান তিনি গ্রামীনব্যাংকে চাকুরীরত এবং দুমকি উপজেলার বাহিরে স্থায়ী ভাবে বসবাস করেন। তাদের দাবি সদ্য ঘোষিত অসংগতি কমিটির মধ্যে অযোগ্যদের বাতিল করে যোগ্য, ত্যাগী, কারাবরণ, নির্যাতিত, হামলা, মামলার স্বীকার নেতা কর্মীদের যথাযথ মূল্যয়ন করে ৪৮ ঘন্টার মধ্যে পূর্ণ বিবেচনা না করা হলে পরবর্তীতে মানববন্ধন, বিক্ষোভ সহ পর্যায়ক্রমে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। এ সময় সংবাদ সম্মেলনে উপজেলা যুবদল ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।