রাজশাহীর দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনে দিনদুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা আবাসিক কোয়ার্টারের তালা ভেঙে স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স (সেবিকা) নীলা আক্তারের ঘর থেকে সোনা ও রুপার গহনা নিয়ে পালিয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স নীলা আক্তার জানান, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের দ্বিতীয়তলায় তিনি থাকেন। সকাল ১০টার সময় হাসপাতালে তার ডিউটি ছিল। এ কারণে ৫ মিনিটে আগেই তিনি ঘর তালাবন্ধ করে ডিউটিতে চলে যান। তার ২০ মিনিট পরই প্রতিবেশীর মাধ্যমে জানতে পারেন তার ঘরের তালা ভেঙে ফেলা হয়েছে।
তিনি জানান, তার ঘরে তিন ভরি স্বর্ণ ও আট ভরি রুপার গহনা ছিল। সবই আলমারির তালা ভেঙে নিয়ে গেছে। তবে ঘরে নগদ কোনো টাকা-পয়সা ছিল না বলে তিনি জানান।
জানতে চাইলে দুর্গাপুর থানার ওসি হাশমত আলী জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। চুরি হওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় নার্স নীলা আক্তার মামলা দায়ের করেছেন।