1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন

বড়লেখায় আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ১০ মার্চ, ২০২১

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের হাজীগঞ্জ বাজারের আলভিন রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১০ মার্চ) পৌনে ১২টার দিকে অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে এ জরিমানা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বুধবার সকালে আলভিন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে একই ফ্রিজে কাচা ও রান্না করা খাদ্যপণ্য বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, রান্না ঘরে হোটেল শ্রমিকদের স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত না করা, পুরোনো মুখরোচক খাবার গ্রিল কাচা মাছ মাংসের সাথে বিক্রয়ের উদ্দেশ্যে ফ্রিজে সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়। বড়লেখা থানার উপ পরিদর্শক (এসআই) আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহায়তা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব