1. [email protected] : দেশ রিপোর্ট : দেশ রিপোর্ট
  2. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  3. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন

মোটরসাইকেল ছিনতাই, ইউপি সদস্যসহ তিন ডাকাত গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

দিনাজপুরের ঘোড়াঘাটে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় ইউপি সদস্যসহ তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

জানা যায়, গত ৪ মার্চ রাতে হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে রাখেস আহম্মেদ (২৪) ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে কাজ শেষে বাড়িতে যাওয়ার পথে রানীগঞ্জ-কামদিয়া সড়কে রামপুর টুবঘরিয়া নামক স্থানে ১২/১৫ জনের ডাকাত একটি একদল মোটরসাইকেলের গতি রোধ করে ১টি এ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল ও কাছে থাকা মোবাইল ফোনসহ টাকা-পয়সা ডাকাতি করে নেয়।

এরপর গোপনে মোটরসাইকেল খোঁজাখুঁজি করলে উপজেলার ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদের ৭নং সদস্য কুন্দারামপুর গ্রামের আলহাজ্ব লুৎফর রহমানের ছেলে রহুল আমিন (৪০) ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করে দেওয়ার কথা বলে মোটরসাইকেলর মালিক রাখেসের কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়।

এমন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানার এস আই ফারুকুজামানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে রুহুল আমিনকে (৪০)সহ একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে মনোয়ার হোসেন (৩২) ও চোরগাছা গ্রামের আবুল কালামের ছেলে সাইদুর রহমানকে (৩৭) সোমবার (৮ মার্চ) দিবাগত রাত ২টায় আটক করেন। পরে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের নিকট থেকে ডাকাতি করে নেওয়া মোটরসাইকেল, মোবাইল ফোনসহ মালামালগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার এস আই জিয়াউর রহমান জানান, তাদের বিরদ্ধে ঘোড়াঘাট থানাসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ৯ মার্চ মঙ্গলবার তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৩ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব