মাগুরায় মেহগনি বাগানে হত্যার পর আগুনে পোড়ানোর ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম এসকেন মোল্যা। তিনি ঝিনাইদহের বেড়বাড়ি গ্রামের জমিরউদ্দিন মোল্যার ছেলে। এসকেন পেশায় গবাদিপশু ব্যবসায়ী।
এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে মিনহাজ মোল্যা মিরাজ, আনসার উদ্দিন বিশ্বাস এবং শহর আলি নামে তিনজনকে আটক করেছে পুলিশ।
মাগুরার পুলিশ সুপার জহিরুল ইসলাম রোববার সকালে সদর থানায় প্রেস কনফারেন্সে নিহত ব্যক্তির পরিচয় এবং হত্যার মোটিভ ব্যাখ্যা করেন।
গত ২৮ ফেব্রুয়ারি রাতে জুয়া খেলার ঘটনা কেন্দ্র করে এসকেন মোল্যা (৭৪) নামে ওই ব্যক্তিকে মাগুরার সদর উপজেলার দারিয়াপুর গ্রামের শ্মশানঘাটে হত্যা করা হয়।
পুলিশ সুপার জানান, দারিয়াপুর গ্রামের একটি ধানকলের চাতালের ব্যবসায়ী এবং একটি গোষ্ঠী রাতের বেলা নিয়মিত সেখানে জুয়া খেলায় অংশ নিয়ে আসছিল। যেখানে বয়স্ক এসকেন মোল্যার কাছে অন্যরা অর্থ হেরে যেত। যে ঘটনার কারণে তাদের মধ্যে দিনে দিনে এসকেন মোল্যার ওপর আক্রোশের জন্ম নেয়। তার জের ধরেই হত্যাকারী জুয়াড়িরা ঘটনার রাতে এসকেন মোল্যাকে মোবাইল ফোনে ডেকে এনে খেলার আয়োজন করে।
রাত ৯টার দিকে খেলা শুরু হয়। রাত গভীর হলে তারা পরিকল্পনা অনুযায়ী এসকেন মোল্যার গলায় লোহার চেন পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ শ্মশানঘাটের পাশে আবু তাহেরের মেহগনি বাগানে নিয়ে জড়ো করে রাখা পাতার আগুনে পুড়িয়ে দেয় বলে এ ঘটনায় জড়িত আটক আসামিরা স্বীকার করেছে।
নির্মম এই হত্যাকাণ্ডে জড়িত আরও অন্তত দুজনকে আটকের চেষ্টা চলছে বলে পুলিশ সুপার জানান।
রোববার বেলা ১১টায় সদর থানায় অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে অন্যদের মধ্যে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, তারেক আল মেহেদি, সদর থানা ওসি জয়নাল আবেদিনসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।