করোনা প্রাদুর্ভাবের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আচমকাই স্থগিত করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
টুর্নামেন্টের এখনও ২০ ম্যাচ বাকি। মাঠে ফের কবে পিএসএল গড়াবে সে বিষয়টিও নিশ্চিত করতে পারেনি পিসিবি।
এমন পরিস্থিতিতে ফ্রাঞ্চাইজিগুলো একে অপরকে যখন দুষছে, তখন সব দোষ পিসিবির ওপরই চাপিয়েছেন পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার।
তার মতে, জৈব সুরক্ষায় থেকেও পিএসএলের সাতজনের করোনায় আক্রান্তের বিষয়ে এটিই স্পষ্ট যে, করোনার নিয়ম ঠিকভাবে পালন করেনি দলগুলো। পিসিবির খামখেয়ালিপনায় এ সুযোগ নিয়েছিলেন দলগুলোর স্টাফ ও খেলোয়াড়রা। যার খেসারত এখন দিতে হচ্ছে।
শুধু তাই নয়; পিসিবির নিয়োগ করা চিকিৎসদের অযোগ্যতা ও দায়িত্ব অবহেলার কারণে পিএসএলে করোনা ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের।
এ বিষয়ে পিসিবি প্রধান এহসান মানিকে ধুয়ে দেন শোয়েব আখতার।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় সাবেক এই স্পিডস্টার বলেন, ‘বোর্ডের অক্ষমতা ও অযোগ্যতার কারণে পিএসএলের ব্র্যান্ড ভ্যালু আবারও ধ্বংস হয়ে গেল। পিসিবির চিকিৎসকরা প্রেসক্রিপশনই লিখতে জানেন না। তারা এক্স-রে রিপোর্ট দেখতে পারেন না। খেলোয়াড়ি জীবনে আমি এমনটিই দেখেছি। পরিস্থিতি এখনও তেমনটিই আছে। কিছুই বদলায়নি।’
এর পর পিসিবিপ্রধানের উদ্দেশে শোয়েব বলেন, ‘পিসিবি চেয়ারম্যান এখন কোথায়? সামনে আসুন এবং উত্তর দিন। পিএসএল ধ্বংসের মাধ্যমে আপনি পাকিস্তানের সম্মান নষ্ট করেছেন। আপনারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন। দেশের মানসম্মান প্রশ্নের মুখে তুলেছেন। আপনাকে জবাবদিহি করতে হবে এর।’
খেলোয়াড়দের চিকিৎসা ও করোনা আক্রান্তের বিষয়ে আদালতকে গভীর পর্যবেক্ষণের আহ্বান জানান শোয়েব। তিনি বলেন, ‘আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রাইম মিনিস্টারকে বলব বিষয়টায় নজর দিন। এটি পাকিস্তান এবং পাকিস্তান ক্রিকেটের জন্য বড় অপমান।’