বরিশালের চরমোনাইয়ে অনুষ্ঠিত মাহফিলের আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে মুসল্লিবাহী দুটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
শনিবার দুপুর সাড়ে ১২টায় বরিশালের কীর্তনখোলা নদীতে এ ঘটনা ঘটে। অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কারণে ট্রলারগুলো তলিয়ে যায়। বিকাল ৪টা পর্যন্ত নিখোঁজ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বরিশাল নৌপুলিশ জানায়, চরমোনাই মাহফিলের আখেরি মোনাজাত শেষে ট্রলারে করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন মুসল্লিরা। অতিরিক্ত যাত্রীবোঝাই হওয়ার কারণে দুইটি ট্রলার মাহফিল ময়দানের কাছাকাছি কীর্তনখোলা নদীতে ডুবে যায়। ট্রলার দুটিতে শতাধিক যাত্রী ছিলেন। তারা সবাই সাঁতরে তীরে কিংবা পার্শ্ববর্তী ট্রলারে উঠে যান।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, ট্রলার ডুবির ঘটনা ঘটলেও সবাই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। বিকাল ৪টা পর্যন্ত কেউ নিখোঁজ বা আহত হয়েছেন- এমন সংবাদ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, তিন দিনব্যাপী চরমোনাই বার্ষিক মাহফিল শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।