1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ খবর

পরমাণু স্থাপনা পরিদর্শনে ইরানের নতুন শর্ত

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

পূর্বঘোষণা ছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা-আইএইএর পরিদর্শকদের পরমাণু স্থাপনা পরিদর্শনে নতুন শর্ত দিয়েছে ইরান।

এ জন্য আগামী তিন মাসের মধ্যে ইউরোপ ও যুক্তরাষ্ট্রকে পরমাণু সমঝোতায় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে হবে। তা হলেই তেহরান সম্পূরক প্রটোকলের বাস্তবায়ন আবার শুরু করবে বলে জানানো হয়েছে।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতিবিষয়ক কমিশনের উপপ্রধান শাহরিয়ার হেইদারি বুধবার এ তথ্য জানিয়েছেন।

ইরানের সংসদ গত ডিসেম্বরে একটি আইন পাস করে। ফলে পরবর্তী দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্র তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে প্রেসিডেন্ট রুহানির সরকার সম্পূরক প্রটোকল বাস্তবায়ন স্থগিত করে দিতে বাধ্য থাকবেন।

ওই আইনের ভিত্তিতে ইরান গত সপ্তাহে আইএইএকে জানিয়ে দেয় যে,
২১ ফেব্রুয়ারির মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে ২৩ ফেব্রুয়ারি থেকে তেহরান পূর্বঘোষণা ছাড়া আর কোনো পরিদর্শককে পরমাণু স্থাপনা পরিদর্শনের সুযোগ দেবে না।

এ প্রটোকলের আওতায় আইএইএ’র পরিদর্শকরা যেকোনো মুহূর্তে ইরানের পরমাণু স্থাপনা পরিদর্শন করতে পারতেন। কিন্তু এখন আর সেই সুযোগ নেই।

এ প্রসঙ্গে শাহরিয়ার হেইদারি বলেন, ইউরোপীয় দেশগুলো এবং যুক্তরাষ্ট্রকে একটা ভালো সুযোগ দেওয়া হয়েছে। তারা যদি কথা রাখে তা হলে আইএইএর সঙ্গে ইরানের সহযোগিতাসম্পূরক প্রটোকলের ভিত্তিতে আবারও শুরু হতে পারে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব