বিনা শুল্কে সীমান্তের ওপার থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ২৬ হাজার কোটি ভারতীয় চোরাই কয়লা আটক করেছেন বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) বাংলাদেশ।
মঙ্গলবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটলিয়ন বিজিবি সুনামগঞ্জের ভারপ্রাপ্ত অধিনায়ক (অতিরিক্ত পরিচালক) মেজবাহ উদ্দীন রাসেল যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া স্থল শুল্ক স্টেশন এলাকাকে ব্যবহার করে একদল চোরাকারবারী দীর্ঘদিন ধরেই ভারত হতে চোরাচালানের মাধ্যমে বিনা শুল্কে কয়লার চালান এপারে নিয়ে আসছে। ভুয়া চালানপত্র ও মিনিপাসের মাধ্যমে দেশের বিভিন্ন ইটভাটায় এসব সরবরাহ করে আসছে তারা।
সীমান্তের বড়ছড়া শুল্ক স্টেশন এলাকায় চোরাচালানের মাধ্যমে বিনা শুল্কে নিয়ে আসা কয়েক শতাধিক বস্তাভর্তি একটি কয়লার চালান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ব্যাটালিয়নের টেকেরঘাট বিওপির বিজিবি টহল দল আটক করেন।
ওই চালানে থাকা প্রায় সাড়ে তিন লাখ মুল্যের ২৬ হাজার কেজি চোরাই কয়লা জব্দ করে সুনামগঞ্জ কাস্টমসে জমা দেয়া হয়।