ঝিনাইদহের কোটচাঁদপুরে খুলনাগামী যাত্রীবাহী ট্রেন সুন্দরবন এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
কোটচাঁদপুর স্টেশনমাস্টার গোলাম মোস্তফা জানান, বিকাল সোয়া ৫টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসটি কোটচাঁদপুর স্টেশনে পৌঁছলে পেছনের দুটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখনও উদ্ধার অভিযান শুরু হয়নি। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন আসবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, কী কারণে এ ঘটনাটি ঘটেছে তা তদন্ত করার পর জানা সম্ভব হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কোটচাঁদপুর স্টেশনে পৌঁছার ঠিক আগমুহূর্তে একটি সিগন্যাল পোস্টের কাছে ইঞ্জিনকার ও একটি বগি লাইন থেকে পড়ে যায়। এ সময় স্টেশনের দ্বিতীয় প্লাটফর্মে ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন দাঁড়িয়ে ছিল।